আমি মানুষ হতে চাই। আচ্ছা আমরা বিশেষ করে পুরুষেরা কেন বডি স্প্রে কিংবা ডিওডোরেন্ট কেন ব্যাবহার করি? উত্তরে হয়তো বলবেন ১।ঘামের দুর্গন্ধ দূর করার জন্য , ২।সতেজ থাকার জন্য , ৩।এক পোশাক বেশিদিন না ধুয়ে ব্যাবহার করার জন্য ( ব্যাচেলর ) ৪।ব্যাক্তিত্ব প্রকাশ ইত্যাদি। এবার হাত তুলেন কে কে উপরের একটা উদ্দেশ্যেও বডি স্প্রে কিংবা ডিওডোরেন্ট ব্যাবহার করেন না । যারা যারা নারী বশীকরণের উদ্দেশ্যে ব্যাবহার করেন তারা কি আসলেই কিছু উপকার পান??? আসুন দেখি উৎপাদকদের ছেলে ভুলানো প্রতিশ্রুতিগুলোর দিকে একবার চোখ বুলাই। কেউ বলে একবার ব্যাবহার করেই দেখুন হট হয়ে যাবেন কেউ বলে ললনারা পকেটে চলে আসবে কেউ বলে শুধু একটা না দুইটা বা আরও বেশি কেউ বলে শুধু যুবতি না বিগত যৈবনারাও ছুটে আসতে পারে কেউ বলে বুড়োদের কাছেও যুবতিরা ভিড় করবে আবার কেউ বলে এক পোশাক আরেক পোশাকের কাছে ছুটে আসবে অনেকে রাতে স্বপ্নে দেখে আচ্ছা যদি মেয়েদের জন্য এই জিনিস তৈরী হত তাহলে কি হত একবার ভাবুন তো। কোম্পানিগুলো আমাদেরকে কি বোঝাতে চায়, কি শিখাতে চায় ? আসলেই কি এসবের কোন ভিত্তি আছে?? সবশেষে একটা আমাদের দেশি অ্যাড
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।