কতো কী করার আছে বাকি..................
যারা জানেন না তারা আগে এই পোস্ট পইড়া নেন।
যাগো যাগো টাইম মেশিনে চড়ার খুব খায়েশ আছে। বাল্যে অথবা এই অবাল্যেও যারা ভাবেন ইস যদি অতীত যাওন যাইতো, তাগো লাইগা সুখবর আছে। এক্কেরে আড়াই সাড়ে তিন হাজার বছর পিছনে যাওনের একখান সুযোগ আবার তৈরি হইলো। এই ৯তারিখ থাইকা আবারো মাটি খুঁইড়া অতীত ঘাঁইটা বাইর করনের তোড়জোড় শুরু করছে বঙ্গ সন্তানেরা।
হাতে গাঁইতি, গাঁইতি চালাইতে না পারলে কর্ণি, তা দিয়া না পারলে চিমটা, তা দিয়াও যদি না পারা যায় আমাগো এক মাষ্টরে কইছিলেন সুঁই দিয়া খনন কাজ চালাইতে হয়। আর এই খুঁড়তে খুঁড়তেই হাতে উইঠা আসে ইতিহাস। এই মাসেই আবারো শুরু হইলো মাটির তল থিকা অতীত বাইর করনের কাম।
কইতেছিলাম টাইম মেশিনের কথা। আপনেরা খালি ঢাকার মহাখালি থাইকা নরসিংদীর বাসে উঠবেন।
নামবেন মরজাল নামের জায়গায়। নাইমা রিকশা লইয়া যাইবেন উয়ারী গ্রামে। ওই মরজাল নাইমা রিকশা দিয়া যাইতে যাইতে যদি আপনের মানে না হয় যে আপনি আসলেই অতীতে যাইতেছেন তাইলে বুঝতে হইবো আপনে নিরামিশ মার্কা লোক। আর উয়ারী বা খনন চলতাছে এমন কোন জায়গায় গিয়া একটা জাদুঘরে সাজানো আড়াই হাজার বছরের একটা উন্নত শহরের আশ্চর্যকরা জিনিসপত্র দেইখা যদি আপনের মনে হয় সব আসলে হুদাই-তাইলে বুঝতে অইবো আপনে স্রেফ একটা অস্বাপ্নিক মানুষ।
আর বেশি কিছু কইতাম না।
বাংলা ব্লগের অনেকেই গেছে আগেরবার। অনেকেই না যাইতে পাইরা আফসুস করছে। অনেকেই আবারো যাইতে চাইছে। দায়িত্ব মনে কইরা আমি সবারে আবারো জানাইলাম। ঘুইরা আসেন-নইলে পস্তাইবেন কইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।