স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে । একটা বিষয় দিনের আলোর মত ফকফকা এবং পরিষ্কার থাকা কর্তব্য । কারন মাঝির কাছে লক্ষ্য স্পষ্ট না থাকলে তার গতিপথ হবে বৃত্ত সদৃশ ,আর সে থাকবে এর
পরিধিতে । ব্যাসার্ধ ধরে কেন্দ্রে আর তার পা পৌছবে না ।
একজন ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্টের করনীয় কি ?
প্রথমত ,নিজেকে একজন দায়ী হিসেবে গড়ে তোলা ।
আল্লাহ কোরানে মুমিনদের কয়েকটা বৈশিষ্ঠ্যের কথা বলেছেন । অন্যতম হল সত্ কাজের আদেষ ও অসত্ কাজ করতে নিষেধ করা । এর ব্যাপ্তি আদতে বিশাল । একজন দায়ীর কাজ কেবল পরিবারের বাইরেই থাকেনা ,সমানভাবে ভিতরেও থাকে । সুতরাং অমুসলিম মুসলিম প্রত্যেককেই দ্বীনের পথে ডাকতে হবে ।
দ্বিতীয়ত ,ইসলামের উপর আসা সকল আঘাত সচেতনভাবে প্রতিহত করা । এসময় ইসলামিক
ম্যানারের উপর পূর্নদৃষ্টি থাকতে হবে । কখনোই নিজের কারনে ইসলামকে সমালোচনার শিকার বানানো যাবেনা । কঠোর হতে হবে কারন আল্লাহ এই ব্যাপারে বিন্দুমাত্র নমনীয়তা দেখাতে নিষেধ করেছেন ।
তৃতিয়ত ,দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একটিভ থাকতে হবে ।
প্রতিষ্ঠার পথ স্বাভাবিক কন্টকযুক্ত হতে পারে ,হতে পারে অপ্রিয় বিষয়াধিতে পূর্ন । তবে এই কারনে পিছিয়ে পড়া যাবে না । এর ব্যাপ্তি হতে পারে পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত । এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে রাজনিতীতেও । উত্তপ্ত লু হাওয়া দেখে পিছিয়ে পড়লে চলবেনা ।
স্পষ্ট আইডিয়া থাকতে হবে এই ব্যাপারে - Who the hell our enemy is?
প্রিয় ভাইয়েরা ,We have an enemy in common. নাস্তিক ? No no no no
no!! আমাদের শত্রুদের নাম নাস্তিক নয় । নাস্তিকতা কারো পারসোনাল ব্যাপার । কেউ একজন নাস্তিক হতেই পারে । ইভেন সে তা প্রচারও করতে পারে । তাতে আমার আপত্তি নেই ,আপনারও থাকার কথা নয় ।
আমাদের আপত্তি থাকবে তখন যখন কেউ আমাদের ধর্মকে বিদ্রুপ করবে ,গালি দেবে । আমাদের আপত্তি থাকবে তখন যখন আমাদের প্রানপ্রিয় রাসূলকে কেউ ব্যাংগ করবে । আমাদের আপত্তি থাকবে তখন ...যখন কেউ পিছন
দিয়ে আমার ধর্মকে ,আমার মূল্যবোধকে আঘাত করবে ।
না ,তারা কোন ব্যাক্তি নয় । তারা কোন ইনডিভিজুয়াল নয় ।
তারা হতে পারে কোন গোষ্ঠি ,পলিটিকাল টিম ,ক্রিমিনাল মাস্টারমাইন্ড ,বুদ্ধিজিবী ...We don't have to care. যতদিন আমরা আমাদের আদর্শ
নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নিয়ে ,ভক্তি নিয়ে ,আন্তরিকতা নিয়ে ,হেকমতের সাথে লড়ে যাব ততদিন কেউই আমাদের পরাস্ত
করতে পারবে না ইনশাআল্লাহ ।
Verily, this is the team of Allah, and it will come out victorious. -Al quran ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।