রোজার মাসে নামাজ কালাম / ইবাদত বন্দেগীর পরিমাণ বেড়ে যাবে এটাই স্বাভাবিক কারণ এসময় কোনও ভালো কাজ করলে তার ৭০ গুণ বেশী সওয়াব পাওয়া যায় কিন্তু তাই বলে ৭০ গুণ মাইলেজ পাওয়ার জন্য বিভিন্ন স্পন্সর কোম্পানিগুলো যেভাবে এই মাসের বিভিন্ন টার্মের সাথে সেঁটে আছে, শুনতে হাস্যকর লাগে ...কাল রেডিওতে বলতে শুনলাম; “ডিয়ার লিসেনার্স... আজ, প্রাণ মুড়ি ভাঁজা ইফতারের সময় হলো ৬ টা ৫১ মিনিট” ...সেহরীতেও আমি শিওর এরকম কিছু একটা হবে; “আজকের, ভাগ্যকুল টক-দৈ সেহেরীর শেষ সময় হলো...” তাতেও শেষ না... ইফতারের পর ‘Samsung cordless সাওয়াল-জাওয়াব’ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা অনুষ্ঠান শুরু হলো; নাম, “হরলিক্সের চেতনায় মাহে রমজান” হরলিক্সের চেতনায়!! কেমনে কি? পরে ভাবলাম; থাক ভাই, তাও ভালো যে এরা বলে নাই “রমজানের চেতনায় মাহে হরলিক্স” ...আল্লাহ্ বাঁচাইসে :p কতদিন বাঁচাবে জানি না, কোনও এক রোজায় হয়তো শুনবো; “ডিয়ার লিসেনার্স, সবাইকে পরিষ্কার সেভলন সালাম জানাই”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।