৫০ বছর বয়সী এক ভদ্রলোককে গর্ভবান হিসেবে উল্লেখ করে তার শরীরের যত্ন নেবার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছে লন্ডনের নরফোক অ্যান্ড নরউইচ উইনিভার্সিটি হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠিতে জানানো হয়েছে জমজ সন্তান পেটে ধারণ করেছেন প্লেটেল নামের এই ব্যক্তি।
হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘‘ডিয়ার স্যার, ইউ আর প্রেগন্যান্ট’। এ ছাড়াও আপনার গর্ভাবস্থার এখন সাত মাস চলছে। আপনি জমজ সন্তান প্রসব করতে যাচ্ছেন।
’ শরীরের যত্ন নেবার পরামর্শ এবং নতুন করে স্ক্যান করার কথাও জানানো হয়েছে চিঠিতে।
প্লেটেল নামের এই ব্যক্তি বার্মিংহামের কিংস হিথে বসবাস করেন। তিনি একটি দোকানের মাচেন্ডাইজিং ম্যানেজার। এই চিঠি পাবার ১৫ বছর আগে কিডনির পাথর সার্জারির জন্য একবারই হাসপাতালে গিয়েছিলেন প্লেটেল। এতোদিন পর নিজের এই জমজ সন্তান ধারণের অদ্ভুতুড়ে চিঠি পেয়ে তিনি রীতিমতো হতবাক হয়ে পড়েছেন।
চিঠিতে গর্ভধারণ সম্পর্কেও যথেষ্ট জ্ঞান দেয়া হয়েছে। এতে লেখা হয়েছে, স্ক্যান করতে আসা লোকটি একটি আশ্চর্যজনক মানুষ। সেখানে আরো লেখা হয়েছে আল্ট্রাসাউন্ড কিভাবে কাজ করে। বলা হয়েছে, আল্ট্রাসাউন্ড গর্ভধারণ পরীক্ষা করতে ব্যবহার করা হয়। কতোদিনের প্রেগন্যান্ট সেটা জানা যায় এমনকি জমজ বাচ্চা আছে কিনা সেটিও জানাতে পারে।
যে আশ্চর্য চিঠিটি প্লেটেল পেয়েছেন তাতে যে স্টিকার লাগানো রয়েছে সেখানে প্লেটেলকে পুরুষ হিসেবেই লেখা হয়েছে।
এই চিঠি পাবার পর থেকে বেশ ঝামেলায়ই পড়েছেন প্লেটেল। প্লেটেলের পার্টনারও তাকে সন্দেহের চোখে দেখছেন। অনেকে মজা করলেও প্লেটেল নিজেই জানিয়েছেন তিনি মোটেও গর্ভবান নন। তার কোনো সমস্যাও নেই।
এটা হাসপাতাল কর্তৃপক্ষের ভুল হতে পারে।
তবে, হাসপাতাল কর্তৃপক্ষ জেনেশুনে একজন ৫০ বছরের পুরুষকে ২ জমজ সন্তান বিষয়ে রিপোর্ট দেবার এমনকি তাকে পরামর্শও দেবার কারণটি প্লেটেল জানতে পারেননি।
'ডিয়ার স্যার, ইউ আর প্রেগন্যান্ট'!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।