আমি জানি সামুতে অনেক বাঘা বাঘা ওয়েব ডিজাইনার আছেন। আমি মূলত তাদের দৃষ্টি আকর্ষন করছি।
আমি ওয়েব ডিজাইনিং শিখছি গত ৫-৬ মাস ধরে। ওয়েব ডিজাইনিংয়ের জন্য প্রাথমিকভাবে যেগুলো জানা প্রয়োজন, যেমন: html, css, javascript
এগুলো শিখেছি এবং এখনো শিখছি। এগুলো ব্যবহার করে ওয়েবপেজে কন্টেন্টগুলো প্রেজেন্ট করা, সাজানো এগুলোর কাজ মোটামুটি পারি।
এখানে একটা কথা বলি এগুলো আমি সবগুলোই ইন্টারটে থেকে শিখেছি। এজন্য w3schools.com এর নিকট আমি কৃতজ্ঞ।
এখন আমি চাচ্ছি কোনো একটা ওয়েবসাইট টেমপ্লেট ফটোসপে তৈরি করে তা html এ কনভার্ট করব। কিন্তু আমি খুঁজতে জানি না হয়ত এই জন্যই এ বিষয়ে বাংলাতে আমি কোনো সমৃদ্ধ ওয়েবসাইট খুঁজে পেলাম না। আর ইংরেজী ওয়েবসাইট যেগুলো দেখলাম ভালো লাগলো না।
এই বিষয়ে হয়ত প্রচুর ভালো লেখা আছে, আমি হয়ত খুজে পাচ্ছি না।
এজন্য ওয়েব ডিজাইনার ব্লগার ভাইদের একটু বিরক্ত করতে আসলাম।
আমাকে একটু সাজেশন দেন কোথায় এ ব্যাপারে ভাল জানতে পারব। বাংলায় হলে একটু ভালো হয়। তবে ইংরেজীতে হলেও সমস্যা নেই।
ও হ্যাঁ আরেকটা কথা, ফটোসপ ছাড়া অন্য কোনো ভাবে টেমপ্লেট ডিজাইন করার পদ্ধতি আছে না কি তা এই অধমকে জানিয়ে বাধিত করিবেন।
ভাল থাকবেন সবাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।