আমাদের কথা খুঁজে নিন

   

জামদানী শাড়ি ও নতুন বিপনন পদ্ধতি।

বাংলার ঐতিয্যবাহী পোশাক জামদানী শাড়ি। প্রতিটি বাঙ্গালী নারীর সাধ কিংবা স্বপ্ন থাকে অন্তঃত ২/১ টি জামদানী শাড়ির মালিক হতে। কিন্তু জামদানী শাড়ির উচ্চ মূল্যের জন্য তাদের অনেকের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। অনেক সময় তুলনামূলক কমদামে জামদানী শাড়ি পাওয়া গেলেও সেগুলো মূলত সুতির জামদানি। কিন্তু মসলিন কাপড়ের উত্তরসূরী হাফ সিল্ক জামদানির মূল্য অধিকাংশেরই নাগালের বাহিরে।

অথচ জামদানি শাড়ির কারিগররা কিন্তু কখনো জামদানি তৈরীর ভাল পারিশ্রমিক পায় না। এদেশের চিরাচরিত বিপনন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীরা লাভের ফসল ঘরে তুলে নিয়ে যায়। তাঁতী পল্লীতে জামদানির মূল্য কম থাকলেও কয়েক হাত বদল হয়ে এর দাম বেড়ে যায়। চূড়ান্ত পর্যায়ে শাড়ির দামের সাথে যোগ হয় মার্কেটগুলোর দোকান ভাড়া ও কর্মচারীর বেতন। প্রচলিত ও দুর্বল মার্কেটিং ব্যবস্থা দূর করে রংধনু জামদানি সুলভে জামদানী শাড়ি মার্কেটিং করছে।

রংধনু জামদানির বৈশিষ্ট্যঃ  অনলাইনে ঘরে বসে জামদানি শাড়ি পছন্দ ও অর্ডারের ব্যবস্থা।  সংক্ষিপ্ত মার্কেটিং চেইন, দোকান ভাড়া ও কর্মচারী খরচ নেই। ফলে-  সুলভ মূল্য ( মাত্র ১০০০ টাকা থেকে মূল্য শুরু)।  হাতে শাড়ি পেয়ে মূল্য পরিশোধ। বিস্তারিত জানতে রংধনু জামদানি ফেসবুক পেজে ক্লিক করুন।

আর নিয়মিত আপডেট পেতে কিংবা নতুন এই মার্কেটিং ব্যবস্থা প্রমোট করতে লাইক বাটনে ক্লিক করুন। আর সম্ভব হলে শেয়ার করুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।