আমাদের কথা খুঁজে নিন

   

জামদানী, ঢাকাই জামদানী।

ভাল আছি ভাল থেকো

অনেক গুলো জিনিষ আছে যা পেলে বা দেখলে আমার চোখে হাসি ফোটে। যেমন, হা টতে হা টতে ´হঠাৎ দেখি বিশাল এক সর্ষের জমি। মনটা ভরে উঠে উৎফুল্লে। একটা স্বচ্ছ টলটলে পুকুরে ৩০ মিনিট সাতরাতে পারলে মনে হয় আমার আগামী ৭ দিন মন ভালো থাকবে। তেমনি ভালো একটা বই আমার কনফিউসড মন কে স্থির করে দিতে পারে স হজে।

বন্ধুদের সাথে চায়ের আড্ডা, ঘর কাঁপানো হাসি, রাস্তার ফুল বিক্রেতা মেয়ে বা ছেলেটাকে সাথে নিয়ে মার্কেট থেকে সুন্দর দুটো পোষাক কিনে দেয়ার মত ভালো লাগা কাজ গুলোর সাথে আমার আচে আরেকটি ভালো লাগার মত জিনিষ। শুনলে একটু অড লাগবে হয়তো অনেকের কাছে। কিন্তু বড় প্রিয় জিনিষ। ওটা পেলে বা কাউকে দিতে পারলে মনটা আনন্দে ভরে যায়। আনন্দে নেচে উঠি বলতে পারেন।

না, চাইলে পাওয়া যায়না। নিজে কিনতে হলে টাকা জমাতে হয় কেউ গিফট করলে তো আত্ন হারা! বন্ধুদের বলতাম তোরা চাকরি পেলে একেক জন একেক কালার কিনে দিবি আমাকে। হ্যা, ওরা অনেকেই কথা রেখেছে । সব মিলিয়ে এ পর্যন্ত অবশ্য ১৪টা শাড়ি হয়েছে মাত্র। সাদা-কালো, ছাই রঙা, নীল, হলুদ, আকশী, কালো (সিলভার মীনা করা), অরেন্জ , সবুজ, লাল, মেজেন্ডা, পেস্ট+অরেন্জ মিক্সড, নীল + মেজেন্ডা মিক্সড, ব্রাউনএবং আজ পেলাম একটা গোলাপী(সাথে সিলভার মীনা), ছবি আর হেডিং দেখে বুঝতেই পারছেন জামদানী শাড়ির কথাই বলতে গিয়ে এত কথা টানা।

হ্যা, ঢাকাই জামদানী! অদ্ভুদ সুন্দর একটা জিনিষ! অদ্ভুদ! আমার মনে হয় বাংলাদেশের সব গুলো জামদানী শাড়ি আমি কিনে ফেলি। দেখলেই মনে হয়, শুধুই আমার জন্য বানানো। মনটা ভরে যায় পেলে পরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।