"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) (ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বদরুদ্দীন উমর-কে) আমাকে বলা হয় বন্ধুরাই বলে অথবা আকাঙ্ক্ষা যারা করে থাকে আমার মঙ্গল “দিনকাল ভাল নয় সময়টা অত্যন্ত অশুভ সাবধানে থেকো/থাকিস/থাকবেন” আমাকে বুঝে শুনে কথা বলতে বলা হয় যেন আমি না আনি কথার সুরে পরিহাস দ্রোহের আভাস যেন আমি আলোর কীর্তন করি দিনরাত অন্ধ গায়ক যেন আমি বানানো বিনয় নিয়ে কপচে যাই ভুল ইতিহাস আচ্ছা, যদি সাবধানে না থাকি? আমাকে কি পাওয়া যাবে পচাগলা কোনো ম্যানহোলে? হয়ে যাব গুম খুন?? বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলবে রাষ্ট্রের সশস্ত্র সন্ত্রাসী??? গেলে যাক পরোয়া করি না এই দুঃখবতী দেশটার শুভ হোক সব আঁধার ডাইনোসরের মত চিরতরে বিলুপ্ত হোক আমার কবিতা যেন থাকে দুধে ভাতে শোষিতের অশ্রু নয়, অস্ত্র হয় যেন চিরদিন মৃত্যুভয়হীন !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।