কে এই কান্নাধারা মিলিয়ে দেবে
তাকেই দিতে চাই নয়নজোড়া
শুভ্র পাখিটি উঁকি দিয়ে গেলা
আমার অভিশপ্ত হাতদুটি
অভিনব দুঃখবোধে নড়ে উঠলো
ভগ্নবুকের খোল দিয়ে তাকে
আবৃত করা গেলো না
শুধু মরাক্রন্দনের মাতমে
দেখলাম নিজের মরণদৃশ্য
একটু একটু করে ফুলে উঠছে!
ব্যক্তির স্বপ্নময়তা মুছে গিয়ে
জেগে উঠছে স্বার্থপর ঈশ্বরের
চতুর দুই ডানার প্রয়াণ
যার ওজন ছিলো
দুইফোঁটা অশ্রু সমান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।