অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
আজ তোমার বাঁধ ভেঙেছে, ভাসছে নয়ন জলে,
হৃদয় ভরা বর্ষার মেঘ নামছে দলে দলে।
গাল গড়িয়ে অশ্রু ঝরে লুকোয় ঠোঁটের ফাঁকে,
নিরবতার রং তুলিতে কষ্টগুলো আঁকে।
সময়কে আজ থামিয়ে রেখে শুনবো দুঃখের কথা,
উড়িয়ে দেব নরম ফুঁ-তে - মনের গভীর ব্যথা।
চাইলে দেব উজাড় করে জমিয়ে রাখা মায়া,
তোমার জন্য নেই তো মানা গোপন বনের ছায়া।
ইচ্ছে করে স্পর্শ দিয়ে শুকোই ভেজা আঁখি,
কঠিন মুঠো আস্তে খুলে নিজের হাতে রাখি।
তাই সে মুখে টুকরো হাসি দেখতে একটিবার,
সাত সমুদ্র তের নদী হতে পারি পার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।