সীমাবদ্ধ জগতে সীমাহীন চিন্তাধারা সীমাহীন মানুষের অনুভূতির তীব্রতা ছাড়ায় যখন তীব্রতা সীমা সুখ কি দুঃখ, আনন্দ কি বেদনা বাঁধে সব এক সুরে এসে মনে করিয়ে দেয় মানুষের সীমাবদ্ধতা সৃষ্টির শ্রেষ্ঠ জীবের ক্ষুদ্রতার মাত্রা পরিনত হয়ে অশ্রুতে। কি আর সে কেবল ক'ফোটা পানি ভেজাতেও পারেনা ঠিকমত মুখখানি তারপরেও বের হয় যার চোখ থেকে বুঝে সে কেবল তার মর্মবাণী দূর করে মনের যত দেয়াল যত কপটতা আর মুখোশ ছলনার বের করে আনে আসল চেহারাখানি। ক'ফোঁটা পানির স্বরূপ এমনই দূর করে যত বিভেদ সকলই রাজাধিরাজ কিংবা পথের ফকির বিদ্বান, বিজ্ঞানী কিংবা কোন কবি গায় যেন গান সবাই এমন কথা সুর তাল লয় সবই যেন তার একইরকম মনে করিয়ে দেয় সেই পুরনো কথা একই উৎস থেকে এসেছি আমরা একই সুতায় যে সবাই বাঁধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।