পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! . . 1) নেমে আসে চাদঁটা কালো কাশঁবনে হুমড়ি খায় অবাধ জোছনায় !! আমার ভাবনার রুদ্ধ দরজায় বন্দি স্বাধীনতা তোমায় ছুয়েঁ দিবার আকুতি জানায় কিন্তু কথায় আছে না বামুন হয়ে চাদেঁর দিগে হাত বাড়ানো !! তাই ভয় হয় !! একা রাত ও চাদেঁ সাথে জেগে রই নিরবে !! সত্যি অপরাধ তো আমারই তোমায় ভালোবাসার কোন যোগ্যতা আমার নাই , তবুও আমার কল্পনার জগৎ গড়ে ঊঠে আপন ভুবনে তোমাকে নিয়ে , আমি জানি সব চাওয়া পুড়ন হবার নয় তাই দুঃখ গুলো শেয়ার করার কেউ নাই বলে আমার এই লিখার ছল নিয়া !! আমি লিখি আর নিজের মাঝে নিজেই কথা বলি !! অনেক বাচ্চা একটা মন আমার এর চেয়ে ডরিমন দেখা ভালো , ভালোবাসা ভালোবাসা না যেয়ে বাচ্চা হওয়া অনেক ভালো !! তোমায় আমি বুঝতে গিয়ে নিজেকে পাল্টাছি ক্ষনে ক্ষনে , !! 2)বেলা -অবেলা পাড়িয়ে যায় গল্পের পালা শেষ হয় না , জীবন নামের দ্বীচক্র যান কোথাও থমকে থাকে না ! স্রোতে সাথে বহমান হয় সময়ের ! সময়ের প্রয়োজনে কোথাও কোথাও নোঙ্গরটা ভিড়ায় হয়তো , হয়তো তোমার ঘাটের খোজেঁ অন্তহীন দিগ-বেদিগ হারিয়ে চলছি !! অনেক চেনা মানুষও অনেক সময় অচেনা হয়ে যায় তখনই নোঙ্গরটা তুলে নিয়ে আবার স্রোতের গাঁয়ে গা মিশানো !! মৃত্যুই এক মাত্র লক্ষ্য যেখানে হয়তো আমাদের চলার শেষ অথবা নতুন যাত্রা !! ||| বিকারগ্রস্ত মস্তিস্ক |||
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।