নামহীন অনুভূতি
গুগল আর্থ টা যে কিনা....ভুয়া একটা । সেই কবে থেকে একি ছবি দেখাচ্ছে! মাসের পর মাস তোমার বাসার রাস্তার গাড়িটা আগের জায়গায়.... তবু কখনও খুব রাতে যখন তোমায় মিস করি গুগল আর্থ দিয়ে চলে যাই তোমার বাসার ওখানটায়। স্যাটালাইট ক্যামেরার ঝাপসা ছবিগুলো একটু একটু করে স্পষ্টতর হয়। ভাবি এবার হয়ত নতুন ছবি। কিন্তু হতাশ হতে হয়। তোমার ছাদ টা দেখি.....ঠিক এ ছাদ টার নিচে ঘুমিয়ে আছ ক্লান্ত তুমি। বা হয়ত তোমার প্রিয় ব্যালকনির পর্দা সরিয়ে বিছানায় শুয়ে দেখছ অন্তহীন আকাশটাকে। তারাগুলো আজ কোথায় যে লুকলো! তুমি দেখবে বলে আকাশ মেঘেদের কে পাঠিয়েছে ওদের ডেকে আনতে। তুমি ঘুমিয়ে পড়োনা কিন্তু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।