অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। বাধহীন বর্ষণ আকাশ ফেটে পড়ে সৃতির তীরে, আমায় না ভিজিয়ে চলে যায় কোন এক ব্যাস্ত নগরীতে। এখানে কেউ নেই, সৃতির পাতা উলটিয়ে একা কাঁদতে পারি, জানো কি, স্বপ্নরা এখনো আছে জেগে নির্ঘুম রাত্রির শেষে। রোরুদ্যমান শহরে স্যাঁতস্যাঁতে চারটি দেয়াল বেড়ে উঠছে আমায় ঘিরে। ভেজা পায়ে হেটে এসে, বলবে কি তুমি কিছু আমায়? সময় চলে, আমি চলি না, পৃথিবী ঘুরে, আমি ঘুরি না, থমকে যাওয়া অতীতে আটকে আছি আমি, অন্ধকারছন্য ভবিৎসতে আজ ভীত আমি। আলো আছে, ছায়া পড়ে না, রাত্রি জাগি , ঘুম আসে না, জন্মান্তরের আজন্মা আমি, উর্বর অভিশাপের আবাদ করি ! ( আছো তুমি আমার মন মন্দিরে, জানি জানবে না তুমি কখনো, যেখানে থাকো ভালো থেকো, তোমায় নিয়ে লেখা কবিতাগুলো এখানে পড়ে রইল। )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।