আমি হয়ত মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতনা ,তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতনা ,মনুষগুলো সাপে কাটলে দোঁড়ে পালায় ,অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে ঝাপটে ধরি। । নামহীন - ১
ঘরের ভিতরের হিটারে ক্রমশই
উত্তপ্ত হচ্ছে আমার হাত পা শরীর - কণ্ঠনালী
আর বাইরে ভিজে যাচ্ছে সদ্য ধোওয়া শুকনো কাপড়
মেঘের আশীর্বাদের আবেগি জলে ।
কুকারে আগের মতই ফুটছে চাল
রান্না করা রক্ত তাকিয়ে আছে আমার প্রতিক্ষায়
ফ্রিজে ভুলের শীতল স্তূপ
গলতে শুরু করেছে সূর্য বিদায়ের সাথে সাথে ।
নিয়ম মত অনিয়ম করে
প্রতিদিন যেতে হয় বিস্রাম নামের যন্ত্রণায়
আজও মনের ভুলে অন্ধকারে হাতের বাম পাশ
খালি খালি লাগে ।
১২/০৬/১৩
নামহীন ২
শব্দ তরঙ্গের স্পন্দনে স্পন্দনে আলোকিত রাত
নিউক্লিয়াসে নিউক্লিয়াসে উত্তাপ ছড়ায় আশ্রয়
ফ্লোরয়েডের কুলিকুচি শুরু করে অভিশপ্ত দিন।
ফ্রিজের শীতল তরল শক্তি বয়ে চলে
কোষে কোষে, শিরায় শিরায়, ধমনিতে ধমনিতে।
কার্বনের শরীরে জমতে থাকে অচেনা ভয়।
কলের পিঁপড়ায় উষ্ণতা খোঁজে ছায়া।
স্বপ্নকে খেয়ে বাঁচে বাস্তবতা।
বৃষ্টির গন্ধ নিঃসঙ্গতা বাড়ায়,
শুরু হয় যাত্রা মহাকালের পথে ।
১৩/০৬/১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।