Raindrops falling from heaven.. Will never wash away my misery..
দূরে কোথাও ঘন্টা বাজে। ঢং ঢং ঢং। সূর্যটা ডুবে যাচ্ছে। আকাশে সূর্যটা লাল থেকে আরো লাল হতে হতে দূর দিগন্তে মলিন হয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়।
পাখি গুলো দিনশেষে নিড়ে ফিরে যায়, কেউ তার ভাঙা ঘরে কেউবা সুখের নীড়ে।
সেই সময়ে কারো বুকের মাঝে হয় রক্ত ক্ষরন, বেদনার নীল রং গাঢ় থেকে আরো গাঢ় হয়ে হৃদয়টাকে পুড়িয়ে কয়লা করে দেয়।
হঠাৎ করে কেউ যেন হাসতে ভূলে যায়, কেউ ভূলে যায় বাড়ির রাস্তা, কেউবার ভূলে যায় নিজেকেই। যে নিজেকে ভূলে যায়, মনে হয় যেন সেই সব থেকে সুখী। কারন সে ভূলে যায় নিজের অক্ষমতা, নিজের দুঃখ, পুরোনো স্মৃতি। তার অট্টহাসিতে ফেটে পড়তে চায় সবকিছু আবার বাতাসে ভেসে বেড়ায় কারো দীর্ঘশ্বাস মিশ্রিত কান্না।
সবকিছু থেমে যায়, যেন সময়ও। রাস্তায় মানুষের কোলাহল, গাড়ি চলাচল সব যেন থেমে যায়। পায়ের তলায় মাটিগুলো যেন সরে যাচ্ছে, নাকি গেঁথে যাচ্ছে? নিমজ্জিত হচ্ছে অতল গহ্বরে। সবকিছু অস্বাভাবিক। এলোমেলো।
কোথাও কারো জীবনে রয়েছে কোন অসামঞ্জস্যতা। তার কাছে জীবনটা কত এলোমেলো! বাকি সবার জীবন তো চলছে তাদের আপন নিয়মেই, প্রতিদিনের মত.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।