নিজের ঢোল নিজে পেটানো উচিত না। ঢোল মাইন্ড খাইতে পারে সামুর সাথে আমার পরিচয় সেই ২০১০ এ ... তখন জিকুব্বাই এর ব্লগ পড়তেই মূলত সামু তে আসতাম.। আস্তে আস্তে সামু তে নিয়মিত পাঠক হয়ে পড়ি, আই.ডি খোলার প্রচন্ড ইচ্ছা থাকলেও আমার কম্পুটার হার্ট এট্যাক এ ততদিনে পটল+আলু তুলতে নানার বাড়ি গেছে। যাই হোক শেষ পর্যন্ত আই.ডি খুলেই ফেললাম আর আজকে সেফ। বহুত কথা প্যাঁচাইসি, নেন এখন আমার সেফ হবার আনন্দে মষ্টি খান.। কিন্তু খবরদার যাদের ডায়াবেটিস আছে তাহারা মিষ্টি হইতে ৯৯ হাত দূরে গিয়া বইসা থাকেন, মন খারাপ কইরেন না আপনাদের জন্য ঝাল এর ব্যাবস্থা আছ... খাবার দেখলে লোভ লাগে না ??? আগে গিয়ে এক্ মিনিট সাবান দিয়া হাত ধুয়ে আসেন, নাইলে পেট ব্যাথা করলে বলবেন অমুকের মিষ্টি বাসি ছিল ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।