আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দি সিরিয়ালের প্রভাব দেখুন

স্বপ্ন দেখতে ভালোবাসি......কিন্তু কেন যেন পরিশ্রম করা হয় না গতকাল কাকুর বাসাতে গেছি ঘুরতে, কাকুর ছোট মেয়ে ২ বসর ৯ মাস বয়স, তার সাথে কথপোকথনঃ পিচ্চিঃ ভাইয়া তুমি ভাবির সাথে ড্যান্স কর না?? আমিঃ না তো, কেন কি হয়েছে? ( সিরিয়াল দেখি না বলে ধারনা নেই বললেই চলে) পিচ্চিঃ টিভিতে যে করে, তুমি কর না?? আমি তো কিছুই বুজি না, চাচীকে বললে উনি বললেন, টিভিতে সিরিয়াল এর কথা বলতেছে (আমি তো পুরাই টাস্কি খাইয়া গেলাম) ভাইয়েরা বিশ্বাস করেন, আমাদের দেশের "ই-টিভি", "বাংলাভিশন", "এন-টিভি" ইত্যাদিতে যে সব নাটক দেখানো হয়, আমি হলফ করে বলতে পারি তার মান ঐ সব সস্তা সিরিয়ালের থেকে অনেক উপরে। আপনারা হিন্দি সিরিয়াল বাদ দিয়ে বাংলাদেশের চ্যানেলের নাটক বা সিরিয়াল গুলা দেখেন। ঐ সব সিরিয়াল দেইখা সহজ সরল মনটারে আর কুটিল কইরেন না, ঘর ও সমাজের শান্তি নষ্ট কইরেন না। এমনিই মানুস একে অপরের বাঁশ দেয়ার জন্য বাঁশ হাতে আল টাইম রেডি থাকে। তার উপর এই কুটিল মন নিয়া মানুশের আর ভোগান্তি বাড়াইয়েন না।।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.