যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ভারতের সবকিছুই আমার ভালো লাগে। তবে সেইটা যদি বন্ধুত্বসূলভ হয়। কিন্তু যদি দাদাগিরি ফুটায় তাইলে আমার কুপাইতে ইচ্ছা করে। হিন্দিতে আমার গাইল দিতে ভালো লাগে। সেইজন্য মেইনে তুমছে পেয়ার কিয়া কইতে ভালো লাগে না।
আই তরে ভালা পাই - বার বার কইতেই বরঞ্চ স্বাচ্ছন্দ্য বোধ করি।
কিন্তু ইদানিং দেখতাছি আশেপাশে আন্ডাবাচ্চাকাচ্চা সব হিন্দি শিইখা গেছে। এর কারণ এদের আম্মাজানরা নিশ্চিত। সারাদিন বইসা হিন্দি তিনশমাইল লম্বা সিরিয়ালগুলো দেখবে - আর যখন পুলাপাইনের কান্দোন থামাইতে চাইবে তখন হিন্দি কার্টুন আর গানাবাজনা ছাইড়া দিবে।
আমগো ভারতীয় মুভি দেখার খায়েশ আছে, গান শোনার হাউশ আছে - থাউক।
এইগুলান বাতাসে ভাইসা আসে, বন্ধ করার উপায় নাই্। কিন্তু টিভি তো বন্ধ করার উপায় আছে? এই বালছাল দেইখা কেনো আমরা আমাদের পোলাপানের মুখে বাংলার বদলে হিন্দি উঠাইয়া দিতাছি! হোয়াই? জবাব চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।