আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দি VS বাংলা

আমি ব্লগার না। আমি প্রবাসী শ্রমিক। প্রতি ৪৮ ঘণ্টায় ২৬ ঘণ্টা কাজ করি। আমার ঈদ , কোরবান , শুক্রবার , নববর্ষ, পুরানবর্ষ কিছুই নেই। ৩ মাসে ও একবার ব্লগে আসি কিনা সন্দেহ।

** পৃথিবীর প্রথম কাতারের ১০০ ভাষার মধ্যে বাংলা আছে ৪ নাম্বারে, সেখানে হিন্দি আছে ৫ । ** ভারতের জাতীয় ভাষা হিন্দি হলেও সেখানকার বেশির ভাগ প্রদেশের মানুষ হিন্দি বলাতো দূরের কথা জানেও না। ** মাদ্রাজ ও কেরালা প্রদেশের মানুষের সাথে আমি অনেকদিন ধরে থাকি। অথচ তাদের মধ্যে ১০% মানুষ ও ভালো হিন্দি বলতে পারেনা। ** ভারতের স্কুল কলেজে হিন্দি ভাষার আলাদা ক্লাস থাকলেও ছাত্ররা আগ্রহ নিয়ে পড়েনা।

** বলিউডের বেশির ভাগ সিনেমা আগে তামিল, মালেয়ালাম অথবা তেলেগু তে তৈরি। পরে ঐসব সিনেমা কে হিন্দিতে পুনুরায় নির্মান করা হয়েছে... এতকিছুর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি কতৃক বাঙালিদের হিন্দি শেখার আহবান কি দালালীর চিহ্ন বহন করেনা ??? ভাষার তালিকা দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.