আমাদের কথা খুঁজে নিন

   

মানবিকতা মুখে যতটা সুন্দর বাস্তবে কি ????

এই পোস্টটি দেখার পর [linkhttp://www.somewhereinblog.net/blog/butam/29596111|View this link] নিজের খুব খারাপ লাগছিল একজন নানার বয়্স্ক ব্যাক্তি এইভাবে কষ্ট করে রিকশা চালিয়ে জীবন যাপন করছে। অনেকের আফসোস করা দেখে মনে হচ্ছিল সুযোগ ফেলে হয়ত সবাই সাধ্যমত সাহায্য করত!!!!!!!! কিন্তু গতকাল গিয়েছিলাম বিমানবন্দর রেল স্টেশনে টিকেট কাটতে বাড়ি যাওয়ার উদ্দেশ্য। হঠাৎ অনেকদিন পর এক বড় ভাইয়ের সাথে দেখা। আমি টিকেট না পাওয়ায় উনি যে লাইনে দাড়িয়েছিল সেখানে ওনার সাথে কথা বলছিলাম। এমন সময় দুইজন মহিলা আসল টিকেট নিতে... উনাদের বয়স ও এই নানাজানের কাছাকাছি হবে।

কাউন্টারের কাছাকাছি আসতেই সবাই হাউকাউ শুরু করে দিল... দুই ঘন্টা ধরে লাইনে দাড়াই আছি। কোন সাহসে সামনে গেলেন... দুইজনের মধ্যে যিনি বয়স্ক উনার কথাকে কেউ পাত্তা দিল না অনেক অনুরোধের পরও ওদের কেউ সামান্যতম ছাড়টুকু দিল না। আমি বলতে গিয়ে উলটা ঝাড়ি খেলাম। নিজে তো পান নাই আবার আইছেন ভেজাল করতে...... পরে ওনারা চলে গেল কারন লাইনে দাড়াইয়া টিকেট নেওয়া উনাদের পক্ষে সম্ভব ছিল না। তখন আমার এই পোস্ট এ সবার এত ভাল ভাল কমেন্ট গুলোর কথা মনে পড়ল।

আমরা মুখে যতটা ভাল আসলে কি কাজের বেলায় এর সিকিভাগ ও ভালো... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।