আমাদের কথা খুঁজে নিন

   

সামু ,তুমি মোদের করেছো মহান , শিখিয়েছো মোদের ধৈর্য্য ধরার ভান !

কী লাভ আকাশ সম হতাশা নিয়ে বেঁচে থেকে , এর চেয়ে তো মরণ ভালো ! ২০১০ এর মাঝামাঝি আমার এক বড় ভাই একদিন একটি লিংক দিয়ে বললেন ,তুই তো ব্লগট্লগ পড়তে পছন্দ করিস ,এই নে । এখানে গিয়ে দেখ ভালো লাগে কি না । তখন ই প্রথম সামুর সাথে পরিচয় । দুই তিনেই সামুর নেশায় ডুবে গেলাম । প্রতিদিন ব্লগ পড়া রুটিনের অংশ হয়ে যায় ।

অবশেষে ঐ ভাই টা কে বললাম একটা নিক খুলে দিতে ,যাতে কমেন্ট করে অবিভূত হওয়ার অনুভূতি গুলো প্রকাশ করতে পারি । নিক খোলা হলো । তারপর থেকে অপেক্ষার পালা শুরু কবে সেফ হবে । সেই তথাকথিত ৭ দিন অবশেষে পুরো একটা বছরে হারালো এবং ৩৬০ তম দিনে সেফ হলাম । খুশি আর দেখে কে ! যাইহোক লিখালিখির অভ্যাস আমার বংশের কারো নেই .ছিলো ও না ।

তাই আমার যে হবে তা আশা করাটা নিতান্তই বোকামি । যেহেতু প্রতি দিন সামুতে আসতাম এবং সামু পড়ে পড়ে অনেক কিছু শিখলাম । লিখার চেষ্টা করলাম । তার ই ফল এর আগের সব অথাদ্য মার্কা পোস্ট । এখন মূল কথায় আসি , সামু আমারে সেফ করছে প্রায় একবছর পর ।

এতোদিন কেনো লাগলো জানতাম না । পড়ে জানলাম আমি লিখা পোস্ট করিনি বলে সেফ হইনি । ব্লগ নিয়া আমার লাফালাফি দেখে আমার এক বান্ধবী সামুতে নিক খুলে এই বছরের জানুয়ারীতে । যথারীতি লিখা ও পোস্ট করেছে কিন্তু সেফ হওয়ার নাম নাই । অথচ আজ কয়েক জন সদ্য সেফ হওয় ব্লগারকে দেখলাম মাত্র এক মাসে দুটি পোস্ট করে সেফ হয়ে গেছে ।

সামু এবং জাতির কাছে প্রশ্নঃ এর ব্যাখ্যাটা কি হতে পারে ? নীল পদ্মহীন বালিকাঃhttp://www.somewhereinblog.net/blog/airin বিঃদ্রঃ পোস্টের ধারা বর্ণনার ক্রমে অসংগতি থাকতে পারে । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.