... প্রাণিজগতের অজানা রহস্য নামের ফেসবুক ফ্যানপেজে এই ছবিটা দেখলাম। নীচে লেখা ছিলঃ কিছু দিন আগের ঘটনা , সুন্দরবনের শরণখোলায় চিংড়ি ঘেরের পাশে থাকা ঝোপে মা মেছবাঘ ( Fishing Cat ) আশ্রয় নিয়েছিল তার ছোট ছোট চারটা বাচ্চা নিয়ে । বন থেকে বাচ্চাদের নিরাপত্তার জন্য হয়তো , হয়তো বাচ্চাদের খাবারের জোগান দিতে । নিরাপত্তার আশায় লোকালয়ে আসা মা ও বাচ্চারা বুঝতেও পারল না আমরা মানুষের কাছেই তারা সবচেয়ে বেশি অনিরাপদ ! এই নির্মমতা দেখে সত্যিই কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে বসেছিলাম। প্রতিদিনই চোখের সামনে এরকম শতটা নিষ্ঠুরতা দেখেও না দেখার ভান করে থাকা আমাদের নির্লিপ্ততা আরও হাজারটা ঘটনার পথ করে দিচ্ছে। এই আদুরে মেছোবাঘের ছানাগুলোর হত্যাকারীরও যেমন এখন পর্যন্ত কোনও শস্তি হয়নি। কখনও হবে বলে মনে হয়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।