আমাদের কথা খুঁজে নিন

   

কারার ঐ ইস্পাত-দেয়াল

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে জীবন-সংসার - ছলনারা ললনাদের পরিচ্ছদ হয়ে প্রতারিত করে চলছে হৃদয়দের নয়নগুলোয় আর আটকে থাকছে না রুপে,চক্করায় চর্কার পার্লিত বহুরুপে আঙ্গুলগুলো স্পর্শ অপেক্ষায় কিল কিল করে দিনে-রাতে,বাসে-পথে-ঘাটে। বয়স বন্ধন ধর্ম অধর্ম ভুলে, লোভ ব্যস্ত লালসায়,লেহন পেষনে চর্মে দেখা অদেখা চুলে ইচ্ছেরা যেকোন মূল্যে মুকুট চায়, অর্জনেরা সৎ-অসৎ সব সুত্র ডলে যায় রুপসীরা সংসার-আয়োজন ছুড়ে কেবলি রত্নর বিছানায় ঢলে যায়,অর্ন্তবাস ফেলে যায়- ঝর-বন্যায় বিছানা চাঁদর ভেসে যায়, নোখের আঁচড়ে কোমলতাগুলো খাবলে যায়, অন্তরাই কেবল তৃপ্ত হয়না, অভাব-রা কেবল ক্ষান্ত হয়না কামনা বাড়তে বাড়তে ছাড়িয়ে যায় কাবিন ধর্ম সংসার বর্ম কেবল আত্ব্যা-রা তৃপ্ত হয়না, চরিত্র-রা মানবিতকায় লিপ্ত হয়না এ কোন পথে চলছে জীবন? বড় বেশি ক্লান্ত হয়ে চলছে জীবন। রাজনীতি ও সংরক্ষিত মৌলবাদ - রুদ্ধ হয়ে আসছে পথ, মানিকমিয়ার এভিন্যু সংকৃণ গলিতে বদলে যাচ্ছে বেড়াদের আর্স্ফদায় মুক্তির চরণ শেকলে,হাতকড়াদের লিপ্সায় হাত কয়েদী বাতাসে ডিজিএফআই-এর কড়া নজরদারী,মস্তিস্কে মস্তিস্কে পাহরাদারী গুম হবার ভয়ে হুশ-রা বেহুশের মত পড়ে থাকে, নিরবে গোপনে পরিকল্পনা করে সাহসীরা, আর ভীতুদের আর্তচিৎকারে-হাহাকারী প্রতিদিনকার অশ্রু মেঘ হয়ে জমা হয় পত্রিকার আকাশে বিশ্বাস-রা বিচ্ছিন্নতাবাদীদের মত লোকালয় ছেড়ে পালিয়ে বেড়ায় বনে-বাদারে আর রাজপথ-সংসদ-সচিবালয়-কিংবা বেডরুম,সবখানে অজানা মানুষের বাড়াবাড়ী দাড়ীরা পোশাকের লম্বা হতে হতে ঝুলে চায়, সুরারা ঠোটের উপর লেপ্টে যায় হাতের তসবীহ ছাড়া ছুঁয়ে দেখে না বউ-এর আঁচলও, অথচ দপ্তরের ড্রয়ার-রা, পকেট-রা ঘুষের ভারে ফুলে যায়, ব্রিফকেসরা উগলে যায় এফডিআর-রা ব্যালেন্স দলে দলে যায়, হীরা-রা কানের হাতে নাকে নলে যায় অন্তরাই কেবল তৃপ্ত হয়না, অভাব-রা কেবল ক্ষান্ত হয়না প্রশ্নরা অভ্যুত্থানের পর অভ্যুত্থান ঘটায়, জবাব-রা কেবল আত্বসমর্পণ করেনা মিছিল-রা, বেড়িক্যাড-রা, প্রতিবাদরা, যুদ্ধ-রা কেবল উপহার দেয় লাশ কারো স্বামীর জিজ্ঞাসায়, কারো সন্তানেরা প্রতিক্ষায় কান্নায় নিন্দকাটে রাত অথচ বুড়ীগঙ্গার উঠোন ভরে অচেনা অতিথীদের পায়চারী আশা-অপেক্ষায়-প্রতিক্ষায় অগণিত দৃষ্টিরা ক্লান্ত হয়ে যায়, অথচ- শাসকরা কেবল জ্যান্ত হয়না, দর্শন-রা কেবল ভ্রান্ত হয়না,রাজতেই থাকে- রাজে,ভাঁজতে থাকে অভিজাতের ভাঁজে,হাসতে থাকে রাজকোষের সাজে লাজতেই থাকে জনতার দূর্দশা দেখা লাজে, অথচ- রাজ-ভোগে কোন রাজাই ক্লান্ত হয় না, অথচ ভুক্ষা মানুষের মাতামে- আঁতকে ওঠে ফেরেস্তারা, কর্ম ব্যর্থতায় ভরপুর হয়ে ওঠে পরিকল্পনরা অথচ ব্যর্থ হয় না স্বপ্ন-আকিঁ-রা, কেবল ব্যর্থ হয় মানুষের আশরা- লুটিয়ে পড়ে অনেক স্বপ্নর ভালবাসরা, নিঃশ্চুপ হয় সরব-রা পতন হয় উত্থানদের, কবর হয় অঝর দের, মরণ হয় জীবনদের কেবল বোবা হয় মিছিল-রা, কেবল ডোবা হয় সমুদ্ররা………… এ কোন পথে চলছে জীবন? বড় বেশি ক্লান্ত হয়ে চলছে জীবন। বলতেই হয় - স্বপ্ন দেখি, কারার ঐ লৌহ কপাটে শেকল ভাংগার গানে আবারো- গর্জে উঠবে কোন কলম, অগ্নিবীণার প্রচন্ড নাদে কাঁপিয়ে তুলবে শাসকের বর্ম-দেয়াল, প্রচন্ড বিক্ষোভের মিছিল আবার আঘাতে হানব অত্যচারির নাসারন্ধ্রে, নিস্তব্দতায় কোনাঠাসা হয়ে সব অত্যাচারের নামবে মরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.