আমাদের কথা খুঁজে নিন

   

!!!কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল, চড় দে সপাট সব রাজাকারগুলোর গালে!!!

১. কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল, চড় দে সপাট সব রাজাকারগুলোর গালে। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ উড়ুক নিশান, নে প্রতিশোধ, ডংকা বাজুক তালে তালে। গাজনের বাজনা বাজা, তোরাই মালিক, তোরাই রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? হা হা হা হাসবি হাসি, রাজাকার পরবে ফাঁসি, সর্বনাশী এতদিনের পোষ্যপাপের শিক্ষা দে রে! ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা, দে কাঁপিয়ে অন্যায় বিচারের মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক ওদের তরে। নাচে ওই কালবোশাখী, কাটাবী কাল বসে কি দে রে দেখি রাজাকারীর ভিত্তি নাড়ি লাথি মার ভাঙ্গরে কোমর, ভাঙ্গুক আজ ওদের গুমোর, কর চুরমার চিরকালের ভয়ের শেকল ফেল উপাড়ি। ।

২. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে হবেই এবারে,তরুণেরা হুঁশিয়ার। । দুলিতেছে দেশ, দেখিবেই শেষ, ফুলিতেছে জনগণ, ছিঁড়িয়াছে পাল তারা ধরিবেই হাল, আছে তার হিম্মত। আছে তো জোয়ান, হয়ে আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত, এ তুফান ভারী, দেবেই যে পাড়ি, নেবেই তো তরী পার। ।

ঘনিয়েছে আজ সময় ওদের খুনে রাজাকার সাবধান- যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান। উঠেছে ফেনিয়ে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের সাজা নিতে হবে সাথে, এ নরকের উপহার!! অসহায় জাতি মরেছে কাঁদিয়া, করেছে জীবন দান- তরুণেরা আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ। নাস্তিক না আস্তিক ওরা- জিজ্ঞাসে কোন্ রাজাকার? শত শত প্রাণ বলি দিলো যারা, কে করিবে তার বিচার? কে দিয়েছে তাদের নির্বিচারের খুনের অধিকার? তারাই কি তবে জগৎ বিধাতা, মান্যে কি তারা খোদার? গিরি-সংকট, ওরে তরুণেরা, গরজায় গুরু বাজ- পশ্চাৎ পথ কভু চলিবেনা সন্দেহ নাই আজ। তরুণেরা মোটে ভুলিবে না পথ, ত্যজিবে না পথ মাঝ ফাঁসির কাষ্ঠে চড়াতেই হবে-নিয়েছ যে মহাভার। ।

কাঁপিছে গারদে মহা মহা ত্রাসে ওরা রাজাকার ভীরুপ্রাণ- আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে যম দিতে হবে আজ প্রাণ! আজি পরীক্ষা জাতির স্ক্রন্ধে, তাই তরুণেরা হুঁশিয়ার, ছাড়িবেনা কোনো মতেই এবারে পাইবেনা ওরা পার। । ৩. ধর শীর ঐ কুত্তা অধমদের শীর নহে ও মৃত কেঁচো ঐ নোংরা রাজাকারীর!! বল ব্লগের পাতা ও শাহবাগ ফাড়ি ঢাকা, রাজশাহী রংপুর ছাড়ি সিলেট, চাঁটগা, যশোর ভেদিয়া নাটোর,খুলনা, পাবনা ছেদিয়া চিৎকার করি ছুড়ে দাও আজ বিষ মাখা যত তীর! ধর শীর না না শীর নহে ও মৃত কেঁচো ঐ নোংরা রাজাকারীর!! ওরা শ্বাপদ, ওরা নির্মম নৃশংস ওরা একাত্তরের ঘাতক, ওরা দানব, করে দে ওদের ধ্বংস! ওরা অভিশাপ, ওরা নরকের কীট এই পৃথ্বীর ওরা দাঁতাল,ওরা ক্ষুরধার হাতুড়ীর ঘায়ে ভেঙ্গে দে দন্ত, গুড়ো করে কর চুরমার। ৪. তোমরা শক্তি তোমরা বল তোমরা তরুণদল। যাদের পায়ের তলায় মুর্সে রাজাকার উর্ধ্বে যাদের দেশ মাটি জল।

তোমরা তরুণদল। । যারা আঁধার রাতে বাধার পথে শ্লোগানের গান গায়, যারা শক্ত মাটি আঁকড়ে ধরে মাতৃভূমি রক্ষায়! যুগে-যুগে ছাড়েনি তারা দেশ ও মাটি ধরার তল! তোমরা তরুণদল। । তোমরা আজি দেশ ও দশের আশার ভবিষ্যৎ রাজাকারের ফাসি দিয়ে দেখাও ওদের দোযখের পথ! এই তরুণ চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল।

তোমরা তরুণদল। । ৫. চল চল চল চল চল চল শাহবাগ তোদের ডাকছে চল মাটির ধরণী টালমাটাল দু হাজার তেরোর ব্লগারদল চল রে চল রে চল!!! পদাঘাতে আজ কর আঘাত বুকের পাঁজর কড়কড়াৎ ফাঁসীর দড়িতে ঝুলাবি আজ দেশদ্রোহীর গল! প্রতিবাদের আজ গাহিয়া গান কাপিয়ে দে আজ মহা শ্বসান মুছিয়ে দে আজ নতুন করে মায়ের চোখের জল। শুনুক খুনীর প্রাণ শুনুক পাতিয়া কান মৃত্যু তোরণ তাদের দুয়ারে গড়েছে তরুণদল। রক্ষা নাহিরে আর, গর্জে বাংলা ছাড় রক্ষা নাহিরে আর,জীবনের আশা ছাড় ক্ষেপেছে জনতা অলি ও গলিতে, আকাশে জলস্থল!!!! উৎসর্গ- ইখতামিন ভাইয়াকে।

তার পোস্টে কমেন্ট করতে গিয়েই বিদ্রোহী কবির কবিতাগুলোর প্যারোডী করার এই আইডিয়াটা পাওয়া। আর ছবি কৃতজ্ঞতা- জেমসবন্ড।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.