আমাদের কথা খুঁজে নিন

   

কারার ঐ লৌহ কপাট- ভেঙ্গে ফেল, কররে লোপাট



কারার ঐ লৌহ কপাট- ভেঙ্গে ফেল, কররে লোপাট রক্ত জামাট শিকল পূঁজোর পাষান বেধী। নজরুল ডেকেছিল আমাদের গত হয়ে যায় কত কাল আমি আর আমাদের ভাঙ্গেনা খেয়াল সাড়া আজও পাড়িনাই দিতে সে ডাকের বোঝতে পারিনি মানে শিকল পূঁজার জড়ায়ে রয়েছে মো'গে আজো বেধি তাঁর জং ধরা লৌহের কপাট চেতনায় জরায়ে রয়েছে দেখি আজো আমাদের। আমাদের মুখে মুখে মুক্তির গান মুখে মুখে জানি' মানি' আমরা স্বাধীন, এটা শুধু গোলামির পরিনতি, বোঝিনাই অন্তরে গোলামির জিন আজো করছি ধারণ। এলিটের পদানত আজো তুমি, আমি- কজন মজুতদারের করছি গুলামি, কত স্বাধীনতাকামী বিদ্রোহী বির- বুদ্ধির জাতাকলে পরে হয় সন্ত্রাস নামি। আজো আমাদের ভাংলনা ধ্যান আমাদের চিত্ত শক্তি পুজায় মত্তযে কেন। বোঝতে পারিনি মানে শিকল পূঁজার জড়ায়ে রয়েছে মো'গে আজো বেধি তাঁর জং ধরা লৌহের কপাট চেতনায় জরায়ে রয়েছে দেখি আজো আমাদের। আমাদের মুখে মুখে মুক্তির গান মুখে মুখে জানি' মানি' আমরা স্বাধীন, এটা শুধু গোলামির পরিনতি, বোঝিনাই অন্তরে গোলামির জিন আজো করছি ধারণ। এলিটের পদানত আজো তুমি, আমি- কজন মজুতদারে করছি গুলামি, কত স্বাধীনতাকামী বিদ্রোহী বির- বুদ্ধির জাতাকলে পড়ে হয় সন্ত্রাস নামি। আজো আমাদের ভাংলনা ধ্যান আমাদের চিত্ত শক্তি পুজায় মত্ত যে কেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.