ব্লগের ডাক্তার ভাইয়েরা , আমার এক ভাতিজা নাম নাবিল সামাদ বয়স ৪ বছর , সবার আদরের খুব দুষ্টু মিষ্টি হাসি মাখা মুখ সবসময় যে পরিবারকে প্রাণোচ্ছল করে রাখতো , সেই মুখের দিকে তাকালে আজ সবার বুকের ভিতর হাউমাউ করে উঠে !!!!! তাকে এখন দেখে তার অসুখের কথা শুনলে যে কারো চোখের পানি ফেলতে বাধ্য !!!! আজ থেকে মাস খানিক আগে হঠাৎ করে জ্বর আসে ১০৩ ডিগ্রী জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জ্বর এর ঔষধ দেন , কিন্তু জ্বর ভালো হয়না । ১ সপ্তাহের ঔষধ খাওয়ার পর ডাক্তার ঔষধ পরিবর্তন করে দেন কিন্তু সে ঔষধেও কাজ হয় না , এভাবে প্রায় ১ মাস যাবার পর জেলা সদরে নিয়ে আসা হয় তাকে . বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা করে তাকে দ্রুত ডাকায় পাঠাতে বলেন । গত ৩ দিন আগে ল্যাব এইডে ভর্তি করান হয় তাকে , পরীক্ষা করে জানা যায় তার শরীরে বাসা বেধেছে জীবনঘাতি রোগ ব্লাড ক্যান্সার !!!!!!! এরপর আবারো পরীক্ষা করেও আজ একই রিপোর্ট । ডাক্তার জানায় লাস্ট স্টেজ এ আছে উনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং ফুল প্রফেসর ( আমি উনার নাম ভূলে গেছি) তিনি বলেন বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কার্যকর কোন চিকিৎসা নেই!! যাতে খরচ পড়তে পারে ৪০ লক্ষ টাকার মত , যার জোগান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় ! তাও এখন রোগীর যে কন্ডিশন সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আগামী কাল থেকে তার কেমোথেরাপী শুরু করার কথা রয়েছে । এখন সে আনোয়ার খান মডার্ণ্ মেডিকেল কলেজ এ্যান্ড হসপিটালে(কলা বাগান, ঢাকা. ল্যাব এ্ইডের পাশে) ঐ ডাক্তার সাহেবের অধীনে চিকিৎসাধীন আছে । এখন আমরা বুঝতে পারছি না কি করব ? এখানে রেখেই চিকিৎসা শুরু করাবো, নাকি অন্য কোথাও নিয়ে যাব ,বা অন্য কোন চিকিৎসা পদ্ধতি আছে কিনা ? পরামর্শ দিলে চিরকৃতজ্ঞ থাকবো !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।