আমাদের কথা খুঁজে নিন

   

ভুইলা যান ক্যান বাংলা মাস বইলাও কিছু একটা আছে?

আজ ভোর হয়নি।হয়তো কাল-ও হবেনা।চারিদিকে ভীষণ কাল।ভোর হবার প্রতিক্ষায়.... হয়তোবা মনে করবেন হুদাই প্যাচাল। কিন্তু আমারে যে কইতেই হইব... -আমরা কত্তো বড় অভাগা ভাবলেই মন খারাপ হইয়া যায়... কিন্তু আমারে যে কইতেই হইব.. পোস্ট-টা পড়ার আগে বুকে হাত দিয়া কন তো আইজ বাংলা কোন মাসের কত তারিখ? কি,পারেন নাই? চিন্তা লইয়েন না।আমরা বেশির ভাগ মানুষই এই প্রশ্নের জবাব দিতে পারুম না... এখন প্রশ্ন হইল ক্যান পারুম না? কারণ খুব-ই সোজা,সিস্টেম আমাদের শিখায় নাই... পহেলা বৈশাখ,পহেলা ফাল্গুন,চৈত্র সংক্রান্তি ছাড়া আর কোন বাংলা তারিখ মনে রাখার বোধ হয় দরকারই নাই! বিয়ে বা জন্মদিনের দাওয়াত কার্ড আর পত্রিকার মাথায় ছাড়া বাংলা দিন তারিখের কোন হদিস-ই পাওয়া যায় না! আফসোস,আফসোস.................................আফসোস... বৈশাখ,জ্যৈষ্ঠ,আষাঢ়,শ্রাবণ,ভাদ্র,আশ্বিন,কার্ত্তিক,অগ্রাহায়ন,পউশ,মাঘ,ফাল্গুন,চৈত্র... ইশ!!! কত্তো সুন্দর এক একটা নাম! অথচ আমরা এর মর্ম বুঝলাম না! ভাবতেও অবাক লাগে কেও কেও এই বাংলা মাসের চর্চা কে "খ্যাত" বলে উড়িয়ে দেন! ঐ সব শিকড়ছাড়া দের বলি- "শিকড় ছেড়ে বাঁচবি কিসে রে?" তাইলে অহন কন বাংলা মাসের বহুল প্রচলনের দায়িত্ত কার? আরে ভাই চাইয়া আসেন ক্যান? নিজেরেই প্রশ্ন করেন,উত্তর আপনা আপনি পাইবেন আশা করি... আমি ঠিক করসি অহন থেইক্কা ফেসবুকে স্ট্যাটাস দেওনের আগে ঐ দিনের বাংলা তারিখ আর মাসের নাম দিয়া শুরু করুম... আপনেও ভাবেন ক্যামনে আপনের মত এই বাংলা মাসের প্রচলনে বিপ্লব ঘটাইবেন... (আমি সম্পূর্ণই নতুন ব্লগার,ভুল হলে ধরিয়ে দিয়েন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.