আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তোমাদের ভুইলা গেছি (আমার জানি কে কে বন্ধু ছিল!)

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

সারাদিন চইলা যাইতেছে। ঈমানে কইতাছি বেশ কয়েকবার ই মনে হইছে আজ বন্ধু দিবস। আমার কোন বন্ধু নাই। কোন মানুষের ই বা এইরকম ভাবতে ভাল লাগে! আমি জানি আমার ও লাগেনা। তবু ভাবলাম।

ভাবলাম এবং ভাবলাম। অবশেষে সিদ্ধান্তে পৌঁছায়াও গেলাম। কষ্ট কষ্ট ভাব নিয়া জাতিস্মর গানটা বহুবার শুনলাম। কবির সুমন এমন দরদ দিয়ে কানের কাছে গাইলো! আসলে আমার উচিত ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম এই একটা গানই সারাদিন শোনা। এইরকম বন্ধু দিবসে এস এম এস চালাচালি করতাম।

ফিল করি আর না করি শুভেচ্ছা জানানোর মত বন্ধু তো ছিল। মানুষ যত বড় হয় তত বোধ হয় বন্ধুহীন হয়ে পড়ে। না হইলে আমার কেন একজন বন্ধুর কথাও মনে হইলনা যারে বার্তা জানায়া কইতে পারি শুভেচ্ছা বন্ধু । অনেকেই কয় একদিন বন্ধু দিবসে কি হয়। সারা বছর ই বন্ধুদের।

আমি ভাবতেছি একদিনেই আমি একটা বন্ধুর নাম মনে করতে পারলাম না সারাবছর তাইলে কি করতাম! যাউক গা। নাই বইলা যে খুব বেশি হা হুতাশ আছে আমার তাও না। তয় যখন প্রায় সিদ্ধান্তে পৌঁছায়া গেছি ঠিক তখন ই নাটকীয় ভঙ্গিতে ফোনের মধ্যে আবেগময় একটা মেসেজ আসলো। আমি পুরা সেন্টি হয়া গেলাম। গতবছর ফেব্রুয়ারীতে ছবি আমার বন্ধু থাইকা ছুটু ভাবি হয়া গেছে।

আমার প্রিয় ভাই টারে দখল কইরা সে যে শত্রু হইয়া গেছে এইটা তো আর আমি তারে কইতে পারিনাই। সে আমাদের গোল্ডেন মোমেন্ট মনে করে মেসেজটা পাঠাইসে। আমি বদলে গেছি এইটাও বলসে আর বলসে আমার পুরোনো আমি সে কখনোই পাবেনা যতক্ষন আমাকে না পাবে। আমিও উত্তর দিয়া দিসি। কইসি থাপ্পড় খাবি তুই আমারে কান্দাইতেছোস ক্যান?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.