আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কেবল ভুইলা যাই

সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...

ইতিহাসের চিত্রায়নটা বুঝি এই রকমই! যারা খল নায়ক ;তাদের করে নায়ক ! যারা বুকের রক্ত দিয়া স্বাধীণতা আনে ;আরা হইয়া যায় অনাহূত! যে তুলতুলে ছোট্ট কিশোর জামার নীচে ডিনামাইট বেধেঁ শত্রুর ট্যাংকের নীচে পইরা জীবন দিছে;তারে আমরা ভুইলা গেছি! আমরা ভুইলা গেছি সেই সব মানুষদের কথা ;যারা নিচের পেট খালি রাইখা খারার দিছে আহত-ক্ষুধার্ত মুক্তিযোদ্ধাদের ! আমরা ভুইলা গেছি রাই-কিশোরীর গর্ভে জন্ম নেওয়া ওয়ার চাইল্ডদের কথা! জানোয়ারিস্তানি ক্যাম্পে পইরা থাকা বোনের ছিন্নভিন্ন রক্তাক্ত অর্ন্তবাস...শরীর থেকে আলাদা হয়ে যাওয়া স্তনের কাতরতার কথা আমরা ভুইলা গেছি!যে মা তার ছয় মাস বয়েসি বাচ্চাটারে বাচাঁনোর জন্য নিজের সম্ভ্রম বিসর্জন দিছে; তার কথা বোধ করি কোন বাঙালির মনে নাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।