থাকে শুধু অন্ধকার, দুর্গম পারাবার, মৃত্যুর প্রেম... পৃথীবির কিছু কিছু দিন, শত শত স্বপ্ন ভেঙ্গে বেড়ে ওঠে, কষ্ট নিয়ে নিয়মিত ফেরি করে যে মানুষ, তার জন্যে, পৃথীবির কিছু কিছু দিনে, আরো আরো কষ্ট জমে ওঠে। পৃথীবির কিছু কিছু মন, সুখ দেখে পিছু পিছু যেতে থাকে, পা ফেলে ক্লান্ত হয়ে ছায়া খোজে যে মানুষ, তার জন্যে, পৃথীবির কিছু কিছু মনে, শুক পাখি শুধু শুধু ডাকে। পৃথীবির কিছু কিছু পথে, শুধু সোঁদা গন্ধ থেকে যায়, পুষ্প-পল্লব কুড়িয়ে বুকে তলে যে মানুষ, তার সাথে, পৃথীবির কিছু কিছু পথে, তৃষ্ণার্ত সন্ধ্যা থাকে কৃষ্ণছূড়ায়। পৃথীবির কিছু কিছু দিনে যদিও স্বপ্ন ভেঙ্গে কষ্ট বেড়ে ওঠে, পৃথীবির কিছু কিছু পথে একা একা পদচিনহ ফোটে, পৃথীবির কিছু কিছু ক্ষণের মনে মনে অবহেলা জোটে; তবুও, পৃথীবির কিছু কিছু মুখ হাসি মেখে খুঁজ়ে ফেরে সুখ। আর, পৃথীবির কিছু কিছু রোদ উঠোনের কোণে হয় ছায়ার আমোদ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।