লা মিজারেবল প্রেসে পাঠিয়ে ভিক্টর হুগো ইতালীতে অবকাশ যাপনে....হঠাত বই বিক্রির অবস্থা জানার ইচ্ছা জাগায় প্রকাশকে একটি চিঠি লিখলেন তাতে লেখা ছিল শুধু - '?'....প্রকাশক চিঠির উত্তরে যা লিখেছিলেন তা হল - '!'........এটিই পৃথীবির এ যাবতকালের সবচেয়ে সংক্ষিপ্ত চিঠি..... ৭১ এ জামাতের ভূমিকা নিয়ে প্রায়ই অত্যান্ত জ্ঞানগর্ভ পোস্ট দেখতে দেখতে মনে হলো খামাকা এত গবেষণামূলক লেখার পেছনে সময় নষ্ট না করে ছাগুকুল ভিক্টর হুগোর মতো সংক্ষেপেই মারলেই হয়.... যেটা হতে পারে....'ম্যঁ...এ...এ...এ...' - কারন ছাগুকুলোর সব লেখার সারমর্মতো একই.....এর চেয়ে সংক্ষিপ্ত শব্দে ছাগুকুলের আদর্শিক ম্যাতকার প্রকাশ করার অন্য কোন উপায় আছে কিনা আমার জানা নেই.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।