সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই
পৃথীবির সবচেয়ে প্রত্যাশিত একটি হোটেল - ওয়াটার ওয়ার্ল্ড, আটলান্টিস হোটেল অফ দুবাই ২৪ সেপ্টেম্বর এর দরজা আনুষ্টানিক ভাবে খুললো । হোটেল টি দারিয়ে আছে দুবাই এর পালম আইল্যান্ডের ১১৩ একর জমির ওপর । হোটেল টি তে ১৫৩৯ টি কামরা আছে। আসুন দেখি হোটেল টির অন্দরসজ্জা।
ওয়াটার বেড, নেপচুন এবং পোসাইডন আটলান্টিস হোটেলের সবচেয়ে এক্সক্লুসিভ সুইট, রুম এবং এর বাথরুম ২ টা থেকেই সমুদ্রের নিচের মনোরম দৃশ্য দেখা যায়
সি ভিউ, এম্বাসেডর লেগুন একটি জানালা যেটা দিয়ে সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায়। এর ভেতরে ২৫০ রকমের সামুদ্রিক প্রাণী আছে
ফিশ সারপ্রাইজ, এটি একটি গলক ধাধা যেটা পানির থিম দিয়ে বেষ্টিত, এটি পুরোপুরি পানির নিচে, এখানে প্রায় ৬৫০০০ মাছ আছে
অসিয়ানো, একটি থ্রি স্টার শেফ, এখানে ভোজন রসিকদের জন্যে সামুদ্রিক খাবারের ব্যাবস্থা আছে এবং এটির দেয়াল সম্পুর্ন পানির জগত দিয়ে বেষ্টিত।
ডলফিন বে, এখানে ডলফিন দের খেলা এবং কারিকুলাম দেখতে পারবেন
বিগ ডিপার, এটি একটি ওয়াতার পার্ক যেটি ৪২ একর যায়গা জুরে রয়েছে, এখানে আপনাকে ২৭.৫ মিটার থেকে লম্বালম্বি লাফ দিতে হবে
খাড়া ভাবে লাফ দেয়ার পর আপনি সরাসরি পৌছে যাবেন হাঙ্গর দের আস্তানায়, যেখানে আপনি দেখবেন আপনার চার পাশে খালি হাঙ্গর
এটি 2.3km এর একটি বেলের্মি নদী, এখানে কি করতে পারবেন সেটা তো দেখতেই পারছেন
শার্ক প্রুফ, এখান থেকে আপনি শার্ক ট্যাংক দেখতে পাবেন শুকনো ভাবে, এটা আরামদায়ক ভ্রমন
এটা হোটেলের বার, এখানে ড্রিংক করার পাশাপাশি পালম আইল্যান্ড এর মনোরম দৃশ্য দেখতে পাবেন
গ্র্যান্ড লবি, এটা আপনার চোখে সর্বপ্রথম পরবে
বাথ টাইম, এখানে আপনি ২ ঘন্টার স্পা নিতে পারবেন এবং সাথে সাথে পার্সোনাল বাথ টাইম ও পাবেন
রয়াল স্পা সুইট, আপনাকে স্পা এর ট্রিট্মেন্ট এভাবেই সরবরাহ করা হবে
গ্র্যান্ড ডিজাইন, প্রতিটি ১৩১৭ টি গেস্ট রুম এবং ১৬৬ টি সুইট সামুদ্রিক এবং আরবীয় ভঙ্গীতে সাজানো হয়েছে
যাদের পকেট বড়, তারা ঘুরে আসতে পারেন, যায়গা খারাপ না, তবে দামটা খারাপ লাগতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।