আমাদের কথা খুঁজে নিন

   

শিরক

যে ব্যক্তি সত্কর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ্ অভিমূখী করে. সে এক মজবুত হাতল ধারন করে. সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। আল্লাহ পাকের জাত ও ছিফাতের যে কোন একটির সহিত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে শরীক মনে করা, তুলনা করা সমক মনে করাকে শেরেকী গুনাহ বলা হয়, আর যে ইহা করিবে তাহাকে মুশরিক বলা হয়। মুশরিকদিগকে আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করিবেন না, ইহা কুফরীর ন্যায় অমার্জনীয় জঘন্য অপরাধ; ইহা ক্ষমার অযোগ্য। আল্লাহ পাকে মুশরিকদের সম্পর্কে কোরআন মজীদের সূরা নিসা এর ৪৮ তম আয়াতে ঘোষনা করেন- “নিশ্চয়ই আল্লাহ তায়ালা শেরেকী গুনাহ ক্ষমা করিবেন না; ইহা ব্যতীত অন্য সমস্ত গুনাহ যাহাকে ইচ্ছা ক্ষমা করিয়া দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক করিল, সেই ব্যক্তি অতি কঠিন গুনাহে লিপ্ত হইল”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।