আমাদের কথা খুঁজে নিন

   

"সর্বনাশা" তোমার সাথে বুক মিলিয়ে অনেক শান্তি পেলাম....তোমায় সালাম....তোমার মত প্রতিবাদী মানুষ চাই এই বাংলাদেশে হাজারো......ব্লগারস মিটিং-১৩.০৫.১২ রাত ৮.৩০

পরির্বতনের সময় এখন.... সময় যত গড়িয়েছে যে যার মত করে চলে এসেছিলো.....আমি পৌছেগেছিলাম ৭.৩০ ...প্রথমেই দেখা পেলাম ব্লগার srjony...পরে বোকামানব ....একে একে গিটারম্যান ...শওকত...পারভেজ...শফিকুল ইসলাম তনি...আশাবাদি ডলার ...সুখী পাগলা...সহচর ...অরন্য জীবন.....সহ ২৫ জনের মত ব্লগার জড়ো হয়ে গেলাম ....সবচেয়ে বড় কথা হলো ব্রগার ছাড়াও ২ -৩ জন নন ব্লগারও আমাদের মাঝে উপস্থিত ছিলেন....যারা বেশ স্বপ্রনোদিত হয়েই আমাদের সাথে একাত্বতা প্রকাশ করেছেন... এবং আমাদের কে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দিয়েছেন....ধন্যবাদ তাদেরকেও ..............আর সবার শেষে এসে যোগ দিলেন জানা আপু ....আর আমাদের সেই ব্লগার "সর্বনাশা"...শুরুতেই হাত মিলেয়ে কোলাকুলি করে নিলাম...আহ বড় শান্তি পেলাম এমন একজন প্রতিবাদি মানুষের সান্নিধ্যে.... খুব দ্রুতই জানা আপু কেন দেরী হয়েছিলো তা জানিয়ে দিলেন....এউএলএবি কর্তৃপক্ষ প্রতিবাদী ব্লাগার এর সাথে কথা বলতে চেয়েছিলেন..তাই জানা আপু সহ তাদের সাথে কথা বলেন...সেজন্যই এত দেরী...আর দ্রুতই জানিয়ে দিলেন কি শর্ত দিয়ে এসেছেন তারা....নিচে সেগুলো দেওয়া হলো... ১. ইউল্যাব কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি করেছে বা করবে, তাতে অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্য থেকেও কয়েকজনকে রাখতে হবে। ২. অনলাইন অ্যাকটিভিস্টরা নিজেদের উদ্যোগে কোনো তদন্ত করতে চাইলে ইউল্যাব কর্তৃপক্ষ, তাদের শিক্ষার্থী কিংবা তাদের শুভাকাঙ্ক্ষী বা মনোনীত ব্যক্তিবর্গ তাতে কোনো প্রকার অসহযোগিতা বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না। ৩. ইউল্যাব কর্তৃপক্ষ কোনো প্রকার প্রভাবশালী মহল বা প্রশাসন কিংবা অন্য যেকোনো তৃতীয় শক্তি দ্বারা এই আন্দোলন প্রভাবিত ও ব্যাহত করতে পারবে না। ৪. প্রাইভেসি লঙ্ঘন করে ভিকটিমস থেকে শুরু করে অ্যাকটিভিস্টদের কারো পরিচয় কিংবা ন্যূনতম তথ্যও ইউল্যাব কর্তৃপক্ষ মূলধারার মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করতে পারবে না। আমরা আমাদের মানব বন্ধন কর্মসূচীর কথা জানালাম ঠিক যেই স্থানে ঘটনাটি সংঘঠিত হয়েছে সেই স্থানে রোজ শুক্রবার বেলা ৪ ঘটিকায়।

জানা আপুও তাতে সম্মতি জানালেন....এবং সেখানে যাতে কোন প্রকার বাধার সম্মুখীন না হই সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে একজন নন ব্লগার সব ব্যবস্থা করার আশ্বাস দেন। .....এবং সবাই সম্মতি জানায় যে ইউএলএবি কে উদ্দেশ্য করে কোন বক্তব্য দেওয়া হবে না। ব্লগার srjony অবশ্য বারবার ব্যাব এর কাছে একটা লিখিত অভিযোগের কথা বলেছিলেন....কিন্তু কেউ কেউ আপাতত ভিকটিম এর নিরাপত্তা ও হয়রানির কথা চিন্তা করে সেটাকে স্থগিত রাখেন। মিটিং এর শেষ পর্যায়ে জানা আপুর মোবাইলে উপরোক্ত শর্ত মেনে নেওয়া হবে বলে এউএলএবি কর্তৃপক্ষ একটা বার্তা পাঠান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। তাদের বার্তাকে সম্মান দেখিয়ে তাদের কার্যকর্মের উপর ভিত্তি করে জানা আপু মানব বন্ধন এর তারিখ অন্য কোন সময় করার পরামর্শ দেন।

আমার কথা ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ... সুত্রপাত এখান থেকেই ....ঘটনার কথা মনে হলেই ঘেন্না জাগে মনে.....এই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম !!!!!!!! এরাই কি ভবিষ্যতে দেশের গুরুত্বপূণৃ কোন স্থান দখল করবে.....যদি তাই হয় এরা তাহলে কি দিবে এ দেশকে.....যা করে এসেছে এইরকম একটা সমাজ ব্যবস্থা....!!!!!!! এরাই আবার নিজেকে ইউএলএবি এর মত একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দেয়। এরা ছাত্র নামের কলংক। এদের শাস্তির ব্যবস্থা করতে হবে ........ ইউএলএবি কথায় আসা যাক......আমাদের কারোই প্রতিষ্ঠানের প্রতি কোন প্রকার ক্ষোভ নেই.....বা প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ দেখাতেও চাই না....কিন্তু উক্ত প্রতিষ্ঠান যদি তাদের সুনাম ক্ষুন্ন হবে এমন ভেরে অন্যায়কারীদের লুকিয়ে রাখার চেষ্টা করে তবে সে ক্ষেত্রে ক্ষোভটা কিন্তু ঘুরে যেতে পারে.... তাই ইউএলবি এর ছাত্র-ছাত্রীদেরকেও বলছি আমরা চাই যে বা যারা এধরনের কাজ করেছে তারা আপনাদের প্রতিষ্ঠানের হোক বা নাহোক...তারা যেহেতু আপনাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে আপনাদের স্বার্থেই আপনাদের উচিত তাদেরকে খুজে বের করে....শাস্তির ব্যবস্থা করতে সহায়তা করা....আমরা চাই আপনারাও এর প্রতিবাদে সোচ্চার হবেন....অন্যথায় এ ধরনের কাজ আপনাদের যে কারো সাথে আবারও হতে পারে। আর কর্তৃপক্ষ যদি ভাবেন ওদের কে বের করে ব্যবস্থা নিলে আপনাদের সুনাম নষ্ট হবে তাহলে ভুল ভাববেন....বরং আপনারা যদি তাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন তবে তারা যেমন এহেন কর্ম থেকে বিরত থাকবে অন্যেরাও সাবধান হবে...আর সেই সাথে আপনাদের সুনাম বাড়বে...কমবে না। ইউএলএবি ছাত্র ছাত্রীদের প্রতি অনুরোধ আপনারও প্রতিবাদ করুন.......আজ আপনাদের মত কেউ আক্রান্ত হয়েছে ....কাল আপনি আক্রান্ত হবেননা তার নিশ্চয়তা কি....সময় থাকতে সজাগ হোন.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।