কত কত মহাশয়, হলেন যে ধরাশায়
সর্বনাশা ঐ মদের নেশায়।
পেটেতে পরলে মদ, হয়েযাবে যে বদ
বদ মেজাজে বাজে কাজে,জরাবে যেথায় সেথায়।
দিন ভোর খেটে যেটা করবে উপায়,
মদেরই ঋণ মেটাতে যাবে সবটাই।
শেষে শুন্য হাতে ফিরবে রাতে,
দেখবে ভুখা পেটে আছে সবাই তোমার অপেক্ষায়।
কত কত গুনিজনে হাতে নিয়ে বোতল
ধন সম্পত্তি সব হারিয়ে হয়েছে কোতল।
রঙীন নেশার জীবন,ওতো অল্পকিছুক্ষণ
ঐ জীবন ত্যগ করে কর সুখের অন্বেশণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।