সত্য অপ্রিয় হলেও সুন্দর
প্রথম তোমায় দেখেছিলাম কলেজ ক্যাম্পাসে
বুড়খা পরা ছিলে তুমি দাড়িয়ে ছিলে পাশে
হঠাৎ আমার চোখ দুটো আটকে গেল যেন সুপার গ্লু
একি দেখলাম হায় খোদা হয়ে গেলাম স্লো
এমন ডাগর আখিঁ কারো দেখিনি আগে কসম
পুরা বনলতার আখি, দেখলে খারাইয়া যাইত আপনারো গায়ের পশম
যাদু আমায় করল আখিঁ
বুকের মাঝে উড়ল প্রেমের পাখি
চোখ দুটো যার এমন ডাগর
নিশ্চই সে পরির মতন সুন্দর
নেকাব পরা তোমার মুখের না দেখিলাম ছায়া
তাতে কিবা আসে তোমার প্রতি পইরা গেলো ভালবাসার মায়া
তাকিয়ে ছিলাম তোমার দিকে যেন আমি স্ট্যাচু
খানেক পরে ক্লাসের পানে যাওয়ার সময় নিলাম তোমার পিছু
রানীর মতন ক্লাসে ঢুকে শেষের বেঞ্চে বসলা
আমি আবুল তোমার টানে দাড়িয়ে ছিলাম যেন একটা কেবলা
হঠাৎ তোমার হইল কিযে খুলে ফেললা নেকাব
হায় ঈশ্বর! একি দেখলাম প্রায় অজ্ঞান আমি ভাইঙ্গা গেল খোয়াব
ডাগর চোখের নিচে তোমার বোচা একটা নাক
আরো আছে মুখে তোমার মুক্তার মত উচা দুইটা দাত
প্রেমের আগেই ছ্যাকা খাইয়া হইলাম আমি ব্যাকা
তওবা করছি আর কোন দিন চক্ষু দেইখা খামু না আর ধোকা।
(সত্য ঘটনা অবলম্বনে লিখিত )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।