মুহাম্মাদ রিয়াজ উদ্দিন প্রচলিত আইন কাদের জন্য? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের মুখে একটি কথাই বারবার শুনি। প্রচলিত আইনেই অমুক অপরাধের শাস্তি বিদ্যমান। গণহত্যার বিচার কী প্রচলিত আইনে আছে? আমার প্রশ্নটি সবার সাথে শেয়ার করলাম মাত্র। এবার একটি ভিন্ন প্রশ্ন। বারবার আসিয়ান সিটির প্লট বরাদ্দের বিজ্ঞাপনের নাকে তেল দিয়ে ঘুম পাড়ানোর কথাই মনে পড়ছে। বর্তমান সরকার জনগণকে নাকে সরিষার তেল দিয়ে ঘুম পাড়ানোর সকল আয়োজন শেষ করেছে বলে আমার কাছে মনে হয়। একদিকে শাহবাগীরা, অন্যদিকে হেফাজতীরা, সাথে যোগ হয়েছে বিরোধীদল কে গণগ্রেফতার করে রিমান্ডে পাঠানো। আর আমরা আম জনতা নাকে তেল দিয়ে এমনভাবে ঘুমাচ্ছি যাতে যেন আমরা কিছুই জানি না কিংবা জানতে পারছি না। হলমার্ক কেলেংকারিতে কারা জড়িত?ডেসটিনির হাজার কোটির টাকার পাচার কারা করল, পদ্মাসেতুর দুর্নীতির পেছনে কারা জড়িত?শেয়ার বাজার ধ্বংসের পেছনে কারা?মিডিয়া দলন নীপিড়নের পেছনে কারা?দেশকে অস্থিতিশীল চক্রান্ত কাদের? এসব প্রশ্ন শুধু আমার মনের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।