আমাদের কথা খুঁজে নিন

   

"বাচ্চাদের কেন রোদে দাঁড় করিয়ে রেখেছেন?" আমাকে এ প্রশ্নটি মন্ত্রী সাহেব করলে আমি যে উত্তর দিতাম..........

"বাচ্চাদের কেন রোদে দাঁড় করিয়ে রেখেছেন?" আমাকে এ প্রশ্নটি মন্ত্রী সাহেব করলে আমি যে উত্তর দিতাম......... বেয়াদবী মাফ করবেন স্যার। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা যখন এল তখনও আমাকে এভাবে জনসমাগম করতে হয়েছে। সাধারন পাবলিককে টাকা দিতে হয় কিন্তু বাচ্চাদের টাকা দিতে হয়না,তাই হ্যাড মাস্টারদের দিয়ে ছাত্র ছাত্রীদের জোগাড় করা হয়েছে। তাছাড়া বাচ্চারা মন্ত্রী দেখার ব্যাপারে আগ্রহী। স্যার স্বয়ং আপনার দলের কোন মন্ত্রী তো আমাদের কোনদিন এমনটা করতে মানা করেনি।

বরং সংবর্ধনা বা লোক সমাগম মিছিল দেখাতে না পারলে উনারা ক্ষেপে যেত,তাই তাদের খুশি করানোর জন্য দীর্ঘদিনের রীতিমত ওদেরকে রোদে দাড় করানো হয়েছে। স্যার আপনি তো দীর্গদিন আম্লীঘ করেন। তাই আশা করি আপনি জানতেন এখানে এমন কিছু হবে। কিন্তু আপনি তো মানা করেননি। তাছাড়া আপনি তো বিভিন্ন সময় প্রেসিডেন্টের বাসভবনে অক্সিজেন বন্ধ করতে চেয়েছেন।

কাজেই আপনি অন্যদের থেকে আলাদা তা না ভেবে কি আমার অন্যায় হয়ৈছে? তাছাড়া আমরা আপনি মন্ত্রী হবার পর থেকে দেখছি,আপনি প্রায়ই বলছেণ "কথা কম কাজ করবেন বেশি"। এই কথা বেশি বেশি বলতে আপনি পছন্দ করেন। এছাড়া আমরা জানি র‌্যাবের সাজানো ক্রসফায়ার শেষে সাংবাদিক ডেকে তথাকথিত সন্ত্রাসীর অস্রের গুদাম দেখা‌নো হয়। আপনি ও সাংবাদিক নিয়ে আসেন। কাজেই একটু অন্যায় না হলে আপনার মহান উক্তি গুলো সাংবাদিকদের সামনে কী করে প্রকাশ হবে? আমরা তো অনিয়ম করে আপনাকে মহান হবার সুযোগ করে দিচ্ছি? এতে তো স্যার আপনি হিরো হয়ে যাচ্ছেন।

সাংবাদিক চলে গেলে আপনি আমাদের বা আমাদের অন্যায় এর ব্যাপারে যে নিশ্চিন্ত থাকেন তাতো আমরা বুঝি। শত হোক স্যার তেতুল গাছে তো আর লিচু ধরেনা। হাসিনার মন্ত্রিসভায় আপনি তো সাধু হবেননা। সবাই খায় স্যার। খাওযার জন্যই আসে।

সুরন্জিতের স্টাইল সুরন্জিত ধরছে আপনের স্টাইল আপনে ধরছেণ। আমাদের স্টাইল স্যার একই আছে। সে জন্যই স্যার এদের রোদে দাড় করিয়ে রেখেছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.