আমাদের কথা খুঁজে নিন

   

আকামের প্যাচাল

আমি ভদ্র লোক, যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে গুলি করে মারবো মাঝে মাঝে অনেক কিছু লিখতে ইচ্ছা করে, কিন্তু লিখতে পারিনা গুছিয়ে । এখন অফিসে এসে বসে আছি কোন কাজ পাচ্ছিনা তাই ভাবলাম মনের কিছু ভাবনা যেগুলা উকি দিচ্ছে সেগুলা একটু এখানে লিখে যাই, ফেসবুকে অনেক সময় নিজের ভাবনা, ইমোশন, জীবনধারা শেয়ার করলে একেকজন একেকভাবে দেখে, এই ধরেন আমি যদি স্ট্যাটাস দেই "আমার কিছু ভালো লাগছেনা" সাথে সাথে কিছু ফেসবুকার ভাববে এহ এইডা দেখি একটা রাম গাধা!!! আবার ধরেন স্ট্যাটাস দিলাম "আমি অনেক হ্যাপি আজকে" এটা দেখে কিছু লোক ভাববে এহ নিজেরে অনেক কুল প্রমান করতে চাইতাছে । অবসরে এই ব্লগ সেই ব্লগে ঘুরাঘুরি করি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম সবজায়গাতেই কেমন জানি একটা অঘোষিত যুদ্ধ চলতাছে আস্তিক-নাস্তিক, সরকার-বিরোধি, ছাগু-ভাদা আরো কত কি, মাঝে মাঝে হাসি লাগে মানুষ পারেও শালাররর ব্লগে কথার যুদ্ধে যদি না পারে দেয় একটা ছাগু বইলা গাইল দিয়া, ছাগুটা মনে হয় রাজাকারগোষ্ঠিদের বলে, এতে করে যে প্রথমেই ছাগু হিসেবে গালিটা পেয়ে যায় তার আর বলার কিছুই থাকেনা, কেউ বর্তমান বাংলাদেশে থেকে নিজেকে রাজাকার মানতে অপমানিত হয় । ব্লগের লেখাগুলো পড়ে মনে হয় সবার দেশপ্রেম আছে, দেশের জন্য তারা সবকিছু করতে পারে, কিন্তু দেশের মানুষকে কেউই ভালোবাসেনা কারন নিজের মতের বাইরে গেলেই তার সেই দেশেপ্রেমের গবেষনাধর্মী লেখার নিচের কমেন্টগুলার গাইল দেখলেই বুঝবেন, এই লোকের দেশপ্রেম হইলেই কি আর না হইলেই কি যাইহোক মানুষের কাজ কাম না থাকলেই যে ব্লগিং করে তার একটা উদাহরন আমি, তাই বইলা সবাইনাআ এটাতো এখন পেশা-নেশা...ওকে ব্লগ নিয়া আর কিছু না লেখি সকালে যখন গাড়ি দিয়ে আসি কিংবা যখন সন্ধ্যায় বাড়ি ফিরে যাই প্রতিদিন গাড়িতে ঝগড়া দেখবই এটার কোন মিস নাই ! ঐ বেশী লোক উঠাইছস কেন হেল্পার শুয়রের বাচ্চা, ঐ বাসটা কি লোকাল বানাইয়া ফালাইলি নাকি, ওই যারা দাড়াইয়া যাইতাছের তারা ভাড়া দিবেন না । প্রতিপক্ষ যাত্রীদের চিল্লাচিলিঃ বইসা যাইতাছেনতো তাই বুঝেননা, ২০ টাকা দিয়া গাড়ী কিনা ফালাইছে একবারে এহ, আপনারা বুঝি এই সমস্যায় পড়েন নাই । বাসায় গেলে টিভিতে দেখি রাজনৈতিক ঝগড়া । মাঝে মাঝে বাপ-মায়ের ঝগড়া...উফফ উফফ সবজায়গায় ঝগড়া ঝগড়এই দেশ আর ভালো লাগেনা, বিশ্বাস করেন এই দেশে কেউ ভালোবেসে থাকেনা সুযোগ পাইলে সব বিদেশ ভাগবো ... মাত্র বস আসলো তাই লেখা সংক্ষেপ করলাম, নাহলে অনেক কিছু লিখতাম আউজগা...হোকনা সেটা অগোছালো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.