আমাদের কথা খুঁজে নিন

   

সামুর মোবাইল সাইটের জ্বালা! (আকামের পোদ্দারির একটা সীমা থাকা উচিত)

I'm the king in the reign of fire

সামু সাইটের মোবাইল ভার্শনটা যারপরনাই ফালতু এবং অকম্মের ঢেকী। আগে অপেরা মিনি দিয়ে মোবাই থেকেই নতুন পোস্ট লিখা, ছবি এ্যাড করা, কমেন্ট করা এবং + - দেওয়া সহ স্ক্রুল করে করে পিসি ভার্সনের সব কিছুই করা যেত। কিন্তু এখন কেবল ব্লগ পড়া ছাড়া কিছুই করা যায়না। মোবাইল ভার্শনের সমস্যা গুলা একটো দেখুনঃ ১. নতুন পোস্টের অপশনই নাই। ২. ছবি আপলোড করা যায়না।

৩. কমেন্টে ছবি দেওয়া যায়না। ৪. মোবাইলে এখনো "+" "-" দেওয়া যায়। ৫. মোবাইলে করা কমেন্ট পিসিতে দেখায়না এবং পিসিতে করা কমেন্ট মোবাইলে দেখায়না ৬. "ফুল ভার্শন" নামের একটা আকামের অপশন আছে যেটাতে ক্লিক করলে আবার মোবাইল ভার্শনই আসে। ৭. প্রিয় পোস্ট, লাইক সহ ফুল ভার্শনের কোন সুবিধাই নাই। এতসব সীমাবদ্বতা নিয়ে মোবাইল ভার্শন আমরা চাইনা।

হয় মোবাইল ভার্শনে উপরের সমস্যা গুলো সমাধান করতে হবে নযতো মোবাইল থেকে আগের মত ফুল ভার্শনে একসেস দিতে হবে। আর কোনটাই যদি না পারেন তাঞলে সবকিছু আগের মত চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.