পৃথিবীটা কে জানাতে চাই আমরা বাংলাদেশি আমরাও চাইলে পারি.........। এক দিন আমি আমার এক খালার বাশায় বসে বসে খালা এবং তার ছোট মেয়ে কে নিয়া টিভি দেখছিলাম তখন টিভি তে খবর দিচ্ছিল । খবর এর মধ্যে সুধু রাজনীতি, হত্যা, আহাজারির সংবাদ বলছিল তখন হটাত করে খালার মেয়ে টি বলে উঠল আম্মু “বাংলাদেশিরা কি খারাপ তারা সব সময় কি মারা মারি এর ধোঁকা দেই? তারা কি এক সাথে মিলে মিশে থাকতে পারে না” !!! আমি সত্যি তখন অবাক হয়ে গেলাম আমিও তো বাংলাদেশি তার মানে কি আমিও তাদের ঐ খারাপ এর একজন । হায় বাংলাদেশিরা এই ছোট পাখির মনে এতো বড়ো কথা আপনারা কি ভাবে সৃষ্টি করলেন আমি ঐ দিন তাকে কিছুই বলতে পারি নাই বাংলাদেশি রা অনেক ভাল আমরা এতোটাই হিনমনা হইয়া গেছি। আমি ঐ দিন থেকে একটি গ্রুপ তৈরি করেছিলাম যার নাম দিয়েছিলাম ddb = (Digital Djuice Bangladesh) এই গ্রুপ টি বানানর মুল উদ্দেশ্য ছিল বাংলাদেশ কে আমরা তরুন সমাজ রা মিলে পরিবরতন করব ।
আমি জানি অনেকে আমাকে বলবেন নিজের যে অবস্থা আবার দেশ প্রেম কিন্তু আমি যে ঐ ছোট মেয়েটির কথা শুনে সত্যি অনেক কষ্ট পেয়েছি আমি যে সেই কথা টি সয়তে পারি নি। আপনি যা খুসি তাই বলেন আমি একজন বাংলাদেশি। বাংলাদেশ কে উন্নত করা আমার দায়িত্ব আমার। আমি তো বাংলাদেশে সান্তি প্রতিষ্ঠা করব কারন আমি যে বাংলকাদেশি আমি না করলে কে করবে। আপনারা যদি পারেন আমাদের সাথে যোগ দিয়েন।
আমরা ১৮ তারিখ খুদ্র মিলন মেলার মাদ্ধমে আমরা আমাদের গ্রুপ আর জাত্রা শুরু করছি আপনার ও দাওয়াত রইল আমাদের সসাথে না কাজ করুন অন্তত পক্ষে আমাদের কিছু বুদ্ধি দিয়া সাহায্য করুন আমরা আমন কোন গ্রুপ না যে দোনেসন তুলে গরিব দের খাওয়াব আমরা পুরো বাংলাদেশ কে নিয়া কিছু করতে চাই।
আপনার যদি আমাদের এ উদ্দগ ভাল লাগে দয়া করে আমাদের facebook page a দিবেন :
https://www.facebook.com/ddb.people
আমাদের মিলন মেলার জায়গাঃ রমনা পার্ক
তারিখঃ ১৮/০৫/২০১২
মিলন মেলার সম্মানি মূল্যঃ ৫০ টাকা
সময়ঃ 4:00pm
আমাদের ইমেইলঃ
যোগাযোগ এর নাম্বারঃ ০১৬৭০১৯৭৪৪৬ (+8801670197446)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।