আমাদের কথা খুঁজে নিন

   

আমার সচেতন আম্মু

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

প্রতিদিন আমাকে ইফতারের সময় বকা খেতে হয়। কারণ আমি নাকি খালি ভাজা পোড়া খায় । এখনও বকা খেয়ে আসলাম। ভাজা জাতীয় খাবার আমার খুব প্রিয়। মুখে সরবতের চুমুক দিয়েই আমি ভাজা জাতীয় খাবারের দিকে চোখ দেয় । তারপর ফলগুলোর দিকে তাকায়। খাবারের ব্যাপারে আমার এতটা সচেতন হবার প্রয়োজনই পড়ে না । কেননা আমার আম্মু আব্বুর কথা আর কি বলবো। রান্নায় পরিমাণ মতো তেল , সবজি খেতে হয় একটু মোটা হয়ে গেলাম নাকি? ব্রণ কেন হলো?পানি কম খায় কেন?ফল খাচ্ছি নাকি ?ভাজা পোড়া খাওয়া নিষেধ , বাইরের খাবার খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি নিয়ে আম্মুর সারাদিন তদারকি । (ছবিটা আমার আম্মুর)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.