আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
প্রতিদিন আমাকে ইফতারের সময় বকা খেতে হয়। কারণ আমি নাকি খালি ভাজা পোড়া খায় । এখনও বকা খেয়ে আসলাম। ভাজা জাতীয় খাবার আমার খুব প্রিয়। মুখে সরবতের চুমুক দিয়েই আমি ভাজা জাতীয় খাবারের দিকে চোখ দেয় । তারপর ফলগুলোর দিকে তাকায়।
খাবারের ব্যাপারে আমার এতটা সচেতন হবার প্রয়োজনই পড়ে না । কেননা আমার আম্মু আব্বুর কথা আর কি বলবো। রান্নায় পরিমাণ মতো তেল , সবজি খেতে হয় একটু মোটা হয়ে গেলাম নাকি? ব্রণ কেন হলো?পানি কম খায় কেন?ফল খাচ্ছি নাকি ?ভাজা পোড়া খাওয়া নিষেধ , বাইরের খাবার খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি নিয়ে আম্মুর সারাদিন তদারকি ।
(ছবিটা আমার আম্মুর)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।