আমাদের কথা খুঁজে নিন

   

আম্মু আম্মু পানি দাও পানি খাব। চিপস্ টি খুব ঝাল ও মজা !...........................দুলাভাই সর্বনাশ হয়েছে, ওরা ঘুমিয়ে পড়েছে আর হয়তো উঠবে না।

আম্মু আম্মু পানি দাও পানি খাব। চিপস্ টি খুব ঝাল ও মজা ! আহ্ বাবু দেখ না আমি মেকআপ করছি, তুমি জগ থেকে পানি ঢেলে খাও। সারে তিন বছরের ছোট্ট শিশু রওনক পানির পিপাসায় টিকতে না পেরে নিজেই পানি গ্লাসে ঢালতে গেল। ছোট্ট শিশুর কাছে কাচের জগটি অনেক ভারি মনে হলো এবং হঠাৎ করে জগটি হাত থেকে ফস্কে পরে যাবার ফলে কাচের টুকরো গুলো সারা ঘরে ছড়িয়ে গেল। শিশুটির মা মিসেস রওনক রাগে চিৎকার করে উঠতে যেয়ে সামনের দৃশ্য দেখে হতবাক ও আতংকিত হয়ে শিশুটির দিকে দৌড় দিল শিশুটিকে ধরার জন্য।

ফলাফল দুজনের মৃত্য। রওনক যে টেবিলের কাছে পানি নিতে যায় তার পাশেই ছিল মাল্টিপ্লাগ এবং সেটিতে বিদুৎ লাইন কানেক্ট ছিল যখন রওনকের হাত থেকে জগটি সরাসরি পরে বিদুৎ পরিবাহিত ঐ মাল্টিপ্লাগের উপর। সেদিন ছিল বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সবাই যার যার কাজে ব্যস্ত ফলে এতবড় দুর্ঘটনা হয়ে যাবার পরেও কেউও টু শব্দ পেল না। দুপুরে যখন খাবার সময় হলো, খোজ পরল তখন আরে রওনক ও ওর মাকে দেখছিনা যে ওরা কোথায় গেল বাসায় কি কোন কাজ নাই! হৈ হুল্লর পরে গেল ওরা কোথায়। সবশেষে মি. সাজিদ, রওনকের বাবা বলল ওরা সম্ভবত রুমে ঘুমাচ্ছে, গতকাল অনেক ধকল গেছে তাই হয়ত ক্লান্ত, এই কে আছিছ যা রওনককে ডেকে আন্।

রওনকের ছোট খালা ওদের ডাকতে গিয়ে ঘরের দৃশ্য দেখে সে চিৎকার করে উঠল, দুলাভাই সর্বনাশ হয়েছে, ওরা ঘুমিয়ে আছে আর হয়তো উঠবে না............. ( আমার ছোট্ট ভাগ্নিকে যখন দেখি সে পানি দিয়ে টিভি মুছছে অন করা অবস্থায়, আর পানির ফোটা টিভির মাল্টি-প্লাগের পাশেই পড়ছে, ঘটে যেতে পারতো একটি বড় দুর্ঘটনা ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।