আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ে দাড়ানো বা ঘুড়ে ফেরা । ওঠো, জাগো, প্রতিবাদ কর, প্রতিহত কর, সত্য ও ন্যয়ের পথে প্রয়োজনে নির্মম হও । বিবেককে জাগ্রত কর, মরতে তো হবেই তাহলে ভালো উদ্দেশ্য নিয়ে মরাই ভাল । যুক্তি তর্ক নয়, সত্য সত্যই । আসুন সুস্থ মানুষের সভ্যদলে হাতে হাত মিলাই ।

০ ০ ০ ০ ০ ০ ০ সভ্যতা আজ বিপন্ন বা বিপন্ন হতে চলেছে !!!!!! । আমরা কোন সভ্য সমাজে বাস করছি? উত্তর পাব কিনা জানিনা, তবে একটা বিষয় নিশ্চিত যে সকলের নিকট থেকে কিছু হতাশ বানী শোনা যাবে । আর কত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১ আর কত মা বোন ইজ্জ্বত হারালে এই ইজ্জ্বত লুন্ঠনকারীদের বিরুদ্ধে মানুষ রুখে দাড়াবে ? প্রথম আলোর গত ১২ মে, ২০১২ সম্পাদকিয় পাতায় শেষের দিকে বাম পাশের লেখাটি পড়েছিলাম................ লেখাটার শিরেনাম ছিল........... মানুষ এত নিষ্ঠুর হয় কি করে?????? Click Here সময় করে পড়ে নিবেন অনুরোধ রইল । যাই হোক, এখন সময় এসেছে মানুষ কখন অপরাধ মুলক কাজ করে বা করতে ভয় পায়না । ভেবে দেখতে হবে, অপরাধীদের খুজে বের করতে হবে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, নতুবা এর ভয়াল ছোবল থেকে আমরা কেউ রেহাই পাবনা ।

তাই সকলের প্রতি উদ্বাত্ত আহবান সকলে এগিয়ে আসুন । এবার একটু সহযোগিতার পাবার আশায় আমি একটি বিষ আপনাদের নিকট তুলে ধরছি । দীর্ঘদিন আমি ব্লগে লেখা লেখি করি না । (এমনিতেও আমি যা ব্লগে পোষ্ট করি তাকে লেখা লেখি বলে না বরং আবোল তাবোল বললে দ্বিরুক্তি হবে না ) এর একটি কারন আছে । সেটা না হয় আজ উপেক্ষিতই থাক ।

অত্র ব্লগে স্টিকি করা পোষ্ট টা নিশ্চয়ই সকলে দেখেছেন যারা আমার মত ব্লগারের পোষ্ট পড়েছেন । তাই সকলের নিকট উদ্বাত্ত আহবান আসুন এগিয়ে যাই । আমার টিএসসিতে আসার খুব ইচ্ছা থাকলেও বাস্তবতার কারনে আসতে পারবোনা । তাই ক্ষমা চেয়ে নিচ্ছি । তবে যাদের হাতে সময় আছে তাদের প্রতি অনুরোধ রাখছি ।

এমন ঘৃন্য, অমানবিক, পৈশাচিক ঘটনা দেখার পরেও আমজনতার বিশাল এক অংশ নীরব, নিশ্চুপ। প্রতিরোধ দূরে থাক, অন্যায়ের প্রতিবাদটি পর্যন্ত কেউ করছে না। Click Here সহযোগিতার প্রথম সফলতা Click Here সকলে ভালো থাকুন । ভালো কাজের সঙ্গে থাকুন । সকলের জন্য শুভ কামনা রইল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.