প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে
কোনো কোনো দিন যদি মনে পড়ে কুয়াশার মুখ
কুয়াশার মুখ মানে কোনো কোনো শীতের সকাল
কুয়াশা সকালে যদি ফিরে যেতে থাকো উন্মুখ
দেখবে সেখানে আজো পেতে রাখা শিশিরের গাল
শিশিরের দেহ রাখা ক্ষেত জুড়ে কাচা পাকা ধানে
ভোরের নরম রোদ দ্রুত তাকে শুষে নিতে চায়
নাগরিক মন যদি অতীতের সুতো ধরে টানে
প্ল্যাটফর্ম ট্রেন ছাড়ে রাত্রিরে সাড়ে আটটায়
কুয়াশাকে কেটে কেটে ঘুড়ে এসো শিশিরের বাড়ি
বিশ্বায়নের মাছি মেলে দিতে পারে তার ডানা
তখন শিশির পাবে রঙ করা বোতলে বাহারি
তোমার ধানের জমি হতে পারে তার কারখানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।