"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই সামহোয়্যার ইন ব্লগে যখন নতুন লেখা শুরু করি, সামহোয়্যার এর ইন্টারফেস নিয়ে সমস্যায় পরেছি বহুবার। আমার বন্ধু ব্লগার ধলা মানুষের কাছ থেকে হেল্প নিয়েছি বিভিন্ন ছোটখাটো কারনে। সামান্য সেসব সমস্যা শুনে ও মাঝে মধ্যে হেসেছে, কিন্তু সমাধান বলে দিয়েছে।
আমার আজকের এই পোস্ট ঐসব নতুন ব্লগারদের জন্য যাদের হেল্প নেয়ার মত পরিচিত কেউ ব্লগে নেই, অথবা থাকলেও সময়মত হেল্প পাচ্ছেন না।
আরও আছে নটিফিকেশন সফটওয়্যারের লিংক, যা দিয়ে আপনি ব্লগ ওপেন না করেই জানতে পারবেন আপনার ব্লগপোস্টে কেউ মন্তব্য করেছে কিনা, বা আপনি যেসব ব্লগে মন্তব্য করেছেন তাতে উত্তর পেয়েছেন কিনা।
উপরের ছবিটা আমার ব্লগের ডিটেইল স্ক্রিনশট। নিজের ব্লগের স্ক্রিনশট উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। লগইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলে ঠিক উপরের ছবির মতই ইন্টারফেস আসার কথা।
এবার ব্যখ্যায় আসি।
(০১) প্রথম পাতাঃ এখানে ক্লিক করে সরাসরি প্রথম পাতায় যেতে পারবেন।
(০২) গ্রুপ ব্লগঃ এইটা হল গ্রুপ ব্লগের শর্টকার্ট। প্রচুর গ্রুপ আছে ব্লগে, যেকোনো গ্রুপে নিজেকে এড করতে চাইলে গ্রুপের প্রথম পাতায় গিয়ে রিকুয়েস্ট করতে হবে। গ্রুপের এডমিন আপনাকে এড করলেও করতে পারেন।
(০৩) সার্চ অপশনঃ এখানে যে কোন ব্লগারের নাম দিয়ে তাকে সহজেই খুঁজে নিতে পারবেন।
অথবা যদি কোন পোস্ট খুঁজতে চান তাহলেও এখানে পোস্টের শিরোনাম লিখে সার্চ দিলে গুগল মামুর সাহায্যে সামু আপনাকে খুঁজে বের দিবে।
(০৪) তারিখঃ এটায় ক্লিক করে প্রথম পাতা অথবা নির্বাচিত পাতায় নির্দিষ্ট কোন তারিখের পোস্টগুলো একসাথে দেখতে পাবেন।
(০৫) সাহায্যঃ এখানে পাবেন সাধারন কিছু সাহায্য, যা সামু দিয়ে রেখেছে।
(০৬) অনুসারিত ব্লগঃ এটায় ক্লিক করে যেতে পারবেন আপনার অনুসারিত ব্লগারদের নতুন ব্লগ পোস্টে। অনুসরনে নিবেন কিভাবে? নিচে বর্ণনা দিচ্ছি।
(০৭) কমেন্ট মডারেশনঃ এখানে আপনি যদি মনে করেন যে আপনার ব্লগে যারা কমেন্ট করবে তাদের কমেন্ট দেখা যাবে কি যাবে না, অথবা আপনি অযাচিত কাউকে আপনার ব্লগপোস্টে মন্তব্য করতে দিতে না চাইলে এই অপশনে যেতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে এই অপশনটা ইউজ না করাই ভাল।
উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, অন্য কারো ব্লগে ঢুকলে এমন দেখতে পাবেন।
অনুসারিত নয়ঃ[অনুসরন করুন]
এই লেখার উপর ক্লিক করে সহজেই আপনি কাউকে অনুসরনে নিতে পারবেন। আর যাকে অনুসরনে নিবেন তার যেকোনো পোস্ট আপনি প্রথম পাতায় না গিয়ে অনুসারিত ব্লগের পাতায় দেখতে পাবেন।
এখানে আপনার ডিফল্ট কিবোর্ড লেআউট পরিবর্তন করতে পারবেন।
আপনার ডিফল্ট ট্যাবও এখান থেকেই পরিবর্তন করতে পারবেন। ডিফল্ট ট্যাব টা হচ্ছে আপনি সামহোয়্যার ইন ব্লগে আইডি-পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর যেই পেইজ টা সরাসরি ওপেন হবে।
মডারেশন স্ট্যাটাসঃ নতুন হিসাবে আসলে আপনি থাকবেন ওয়াচে, তারপর হবেন জেনারেল, এবং তারপর আস্তে আস্তে সেফ হয়ে যাবেন।
আমার প্রিয় পোস্টঃ এটাকে অনেকে শোকেসও বলে থাকেন।
এখানে আপনার পছন্দের পোস্টগুলো সেভ করে রাখতে পারবেন, যেগুলো আপনার কাজে লাগতে পারে। কিভাবে প্রিয় পোস্টের তালিকায় কোন পোস্ট রাখবেন? উত্তর নিচের ছবিতে।
কোন পোস্ট সম্পূর্ণ লোড হবার পর পোস্টের নিচে উপরের ছবির মত দেখাবে।
প্রথমেই দেখাবে পোস্টটি কতবার পড়া হয়েছে।
তারপর হাতের যে চিহ্নটি আছে তাতে ক্লিক করে আপনি পোস্টটি লাইক করতে পারবেন।
তারপর পোস্টের মোট কমেন্টের সংখ্যা দেখাবে।
তারপর স্টার এর উপর ক্লিক করে আপনি পোস্টটি প্রিয় তালিকায় নিতে পারবেন।
ব্লগার পরিসংখ্যানঃ এটা আপনার ব্লগের পারফরমেন্স রিপোর্ট হিসেবে মনে করতে পারেন। এই পরিসংখ্যান দেখে অনেকে আপনাকে মূল্যায়ন করতে পারবে। (তবে আপনার লেখার মূল্যায়ন আপনার লেখাতেই হবে, অন্য কোনভাবে নয়)
আমার গ্রুপ সমুহঃ গ্রুপ ব্লগে গিয়ে আপনি যদি কোন গ্রুপে জয়েন করার জন্য আবেদন করে থাকেন এবং যদি সেই গ্রুপের এডমিন আপনাকে গ্রুপে জয়েন করার পারমিশন দিয়ে থাকেন তাহলে আপনি এখানে তা দেখতে পাবেন।
ব্লগ ইনফরমেশনঃ এটা আপনার ব্লগ ইনফরমেশন প্যানেল।
পোস্ট পর্যবেক্ষণঃ আপনি যদি কোন পোস্ট পর্যবেক্ষণে রাখেন তার সংখ্যা এখানে দেখতে পাবেন এবং পরে গিয়ে দেখতে পাবেন আপনার করা মন্তব্যে লেখক উত্তর দিয়েছেন কিনা। (কিভাবে পোস্ট পর্যবেক্ষণে রাখবেন? বিস্তারিত নিচের ছবিতে)
অদেখা মন্তব্য সমুহঃ আপনার ব্লগের যেকোনো পোস্টে যদি নতুন কোন মন্তব্য আসে তাহলে এখানে আপনি তা দেখতে পাবেন।
সাম্প্রতিক মন্তব্যঃ এটায় ক্লিক করার দরকার নেই। আমার মতে প্রয়োজনহীন একটা অপশন।
আমার ড্রাফটঃ আপনি যদি কোন লেখা ব্লগে প্রকাশ করার আগে সেভ করে রাখেন অথবা আপনার কোন প্রকাশিত লেখা ড্রাফ্ট করে রাখেন তা এখানে দেখাবে। যা পরে আপনি চাইলে পুনরায় পোস্ট করে দিতে পারবেন।
অন্য কারো ব্লগপোস্টে যখন মন্তব্য করবেন তখন মন্তব্য প্রকাশ করুন লেখাটার পাশে দেখতে পাবেন লেখা আছে 'পোস্ট পর্যবেক্ষণ'। আপনার মন্তব্যটি লিখে, সেখানে ক্লিক করে তারপর মন্তব্য প্রকাশ করুন লেখাটার উপর ক্লিক করুন। তাহলেই আপনার পোস্ট পর্যবেক্ষণ অপশনে পোস্টটি অন্তর্ভুক্ত হবে।
সাম্প্রতিক মন্তব্যঃ এখানে আপনি দেখতে পাবেন আপনার ব্লগের কোন পোস্টের সাম্প্রতিক মন্তব্য কে করেছে তার লিস্ট।
পোস্ট আর্কাইভঃ এখানে আপনার এখন পর্যন্ত ব্লগে প্রকাশ করা পোস্টগুলো দেখতে পাবেন মাসের নাম অনুসারে।
আমার লিঙ্কসঃ এখানে আপনি যে কোন লিংক সেভ করে রাখতে পারেন। যাতে ক্লিক করলেই আপনি আপনার সেভ করা ওয়েব পেজে সহজেই চলে যেতে পারবেন।
আমার বিভাগঃ এখানে আপনি আপনার লেখাগুলোকে আলাদা আলাদা বিভাগে চাইলে প্রকাশ করতে পারেন।
সেক্ষেত্রে আপনাকে নতুন বিভাগ তৈরি করে লেখা প্রকাশ করার সময় সেই বিভাগে টিক চিহ্ন দিয়ে দিতে হবে।
আমার টেমপ্লেটসঃ এটা সম্পর্কে আমি আসলেই কিছু বলতে অপারগ। কেউ জানলে দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন।
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেনঃ এখানে আপনার ব্লগপোস্টে সাম্প্রতিক কারা প্রবেশ করেছেন তার একটা লিস্ট দেখতে পাবেন।
সন্মানিত ব্লগার, এই ছিল আমার প্রস্তুতকৃত "সামহোয়্যার ইন ব্লগ ইউজার ম্যানুয়াল"।
সামহোয়্যার ইন ব্লগের নোটিফিকেশন সফটওয়্যারের জন্য দয়া করে নিচের লিংকে ক্লিক করুন।
সামহোয়্যারইনব্লগ ডেস্কটপ নোটিফায়ার
নতুন ব্লগারদের জন্য একটি বোনাস পোস্ট।
নার্ভাস নাইনটি , নতুন ব্লগারদের জন্য ফ্রি কোচিং ক্লাস
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।