জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না ।আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । টেকি বল্গার ভাইয়েরা কেমন আছেন আমি গত কাল হতে ,আমার একটা মেমোরি কার্ড ওপেন করতে পারতেছিনা । যখন এটি মোবাইলে লাগায় তখন শুধু OPENING দেখায় । যখন আমি আমার মোবাইল বন্ধকরে চালু করলাম তখন মেমোরি কার্ডটি পরমেট চাচ্ছে । যখন এটি পরমেট করতে চাইলাম তখন দেখি এটির পরমেট অপশনও পাওয়া যাচ্ছে না । যখন কম্পিউটারে লাগালাম তখন এটি কম্পিউটারেও ওপেন হচ্ছেনা এবং পরমেট হচ্ছে না । একটু আপনাদের হেল্প চাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।