ভালো ..তবে কালো
সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত হলো মোবাইল ফোনের দেশ কিন্তু সেখানে টয়লেটের সংখ্যা নেহাতই কম। পৃথিবীর সব্বোর্চ সাড়ে ৮ ভাগ প্রবৃদ্ধির হার হওয়া সত্বেও ভারত বিভিন্ন সমস্যায় জর্জরিত। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মুম্বাইয়ের রফিকনগর বস্তিতেই ১০ হাজার লোকের বাস । সেখানে খাবার পানি, যাতায়াত ব্যবস্থা, পয়োনিষ্কাশনের ব্যস্থা অপ্রতুল হলেও প্রতি পরিবারেই ১ থেকে ৩ টি মোবাইল ফোন ব্যবহার করে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ২০১০ সালের আগস্ট মাস পর্যন্ত ভারতে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৬৭ কোটি। আর প্রতি মাসে ২কোটি হারে এই হার বাড়ছে। কিন্তু ভারতে টয়লেট ব্যবহারের সুযোগ পায় কেবল ৩৬ কোটি ৬০ লাখ। ১০০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতের বাকি মানুষের টয়লেট ব্যবহারের কোনো সুযোগ নেই। খোলা আকাশের নিচেই তাদের প্রাকৃতিক কর্ম সারতে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।